নিজস্ব প্রতিনিধি

ঢাকা: দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু হার বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষার শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে পূর্ব ঘোষিত তারিখে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই যে পরীক্ষা নিতে পারবেনা তা মোটামুটি নিশ্চিত।
কিন্তু পরবর্তীতে কখন এসব পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয়গুলো। তবে এ বিষয়ে ঈদের পরেই বৈঠক করে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে ঈদের পর ১৮ মে বৈঠক ডেকেছে। বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ নতুন করে আবার চুড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলো পর্যবেক্ষণ করে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট, চুয়েট, কুয়েট) পরীক্ষা ১২ জুন অনুষ্ঠিত হবার কথা। তবে নতুন করে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ভর্তি পরীক্ষার কমিটি পরে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মো: রফিকুল আলম।
গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৯ জুন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই চুড়ান্ত পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণার জন্য ঈদের পরে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
গুচ্ছভুক্ত ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৩১ জুলাই অনুষ্ঠিত হবার কথা। ১০ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তবে যেহেতু এখনো ভর্তি পরীক্ষার প্রায় আড়াই মাস বাকি আছে তাই এই বিষয়ে এখনই নতুন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ভাবছেননা সংশ্লিষ্টরা।

ঢাকা: দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু হার বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষার শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে পূর্ব ঘোষিত তারিখে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই যে পরীক্ষা নিতে পারবেনা তা মোটামুটি নিশ্চিত।
কিন্তু পরবর্তীতে কখন এসব পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয়গুলো। তবে এ বিষয়ে ঈদের পরেই বৈঠক করে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে ঈদের পর ১৮ মে বৈঠক ডেকেছে। বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ নতুন করে আবার চুড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলো পর্যবেক্ষণ করে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট, চুয়েট, কুয়েট) পরীক্ষা ১২ জুন অনুষ্ঠিত হবার কথা। তবে নতুন করে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ভর্তি পরীক্ষার কমিটি পরে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মো: রফিকুল আলম।
গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৯ জুন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাই চুড়ান্ত পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণার জন্য ঈদের পরে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সমন্বয়ে গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।
গুচ্ছভুক্ত ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৩১ জুলাই অনুষ্ঠিত হবার কথা। ১০ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। তবে যেহেতু এখনো ভর্তি পরীক্ষার প্রায় আড়াই মাস বাকি আছে তাই এই বিষয়ে এখনই নতুন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ভাবছেননা সংশ্লিষ্টরা।

এ বছর দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। গত বছর এসব মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি বাদে ছুটি ছিল ৫৯ দিন। সে হিসাবে চলতি বছর মাদ্রাসায় ছুটি বাড়ল ১১ দিন।
৬ ঘণ্টা আগে
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
তিনি বলেছেন, মানুষের অন্তর্নিহিত প্রতিভা, সৃজনশীলতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষাজীবন যেন আনন্দময়, বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ হয়, সে দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সব অংশীজনের।
৭ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাই’ ব্যানারে পরিচালিত এই আন্দোলনে শিক্ষকদের বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষ’ এবং ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার’...
১৬ ঘণ্টা আগে