প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ২০২৩ সালে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। ২২ আগস্ট দ্বিতীয় দফায় আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এবার প্রস্তুতি নেওয়ার পালা। এই পরীক্ষার প্রিলিমিনারি অংশের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের কৃষি ক্যাডার এম এ মান্নান।
গ্রেড এবং কাজ
সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার পদটি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেডের পদ। ৯ম গ্রেডের বেতন স্কেল ২২,০০০ হাজার থেকে ৫৩,০৬০ হাজার টাকা। একটি উপজেলায় কয়েকজন করে সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার থাকেন। একজন সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার ৩০টি করে স্কুলের একাডেমিক কার্যক্রম মনিটর করেন। পোস্ট ফাঁকা থাকলে কখনো ৩০টির বেশি স্কুলের একাডেমিক কার্যক্রম মনিটর করতে হয়।
পরীক্ষা যেভাবে
সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ধাপ তিনটি হলো: প্রিলিমিনারি (১০০), লিখিত (২০০) এবং ভাইভা (৫০)। প্রথম ধাপ প্রিলিমিনারিতে থাকে ১০০ নম্বর। প্রিলিমিনারির নম্বর বণ্টন: বাংলা: ২৫, ইংরেজি: ২৫, গণিত: ২৫, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান: ২৫ নম্বর। প্রিলিমিনারিতে মোট ১০০টি প্রশ্ন থাকবে; প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ১০০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে ৬০ মিনিট।
বাংলা
বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায়, সাহিত্য থেকেই ১৬-১৭টি প্রশ্ন থাকে। বাংলা ব্যাকরণ থেকে ৮-৯টি প্রশ্ন থাকে। সাহিত্য থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ, কবি-সাহিত্যিকদের উক্তি, গানের রচয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দীন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পত্র-পত্রিকার সম্পাদক, প্রকাশকাল ইত্যাদি ভালো করে পড়তে হবে। ব্যাকরণ অংশ থেকে বাক্য ও বানানশুদ্ধি, প্রকৃতি ও প্রত্যয়, সমাস, কারক-বিভক্তি, সন্ধি, শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ। এ ছাড়া ধ্বনি প্রবাদও পড়তে হবে।
ইংরেজি
এ অংশে গ্রামার থেকে ২০-২১টি প্রশ্ন থাকে। সাহিত্য থেকে ৪-৫টি প্রশ্ন থাকে। গ্রামার থেকে Meaning, Sentence, Parts of Speech Indentification, Preposition, Right form of verbs, Spelling, Phrase & Idoms, Voice, Tense, Narration, Subject Verb Agreement, Synonym, Antonym, Translation ভালো করে পড়বেন। সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকজন সাহিত্যিক এবং বিগত বছরের প্রশ্ন সলভ করলেই হবে।
গণিত
গণিতে ২৫ নম্বরের মধ্যে পাটিগণিত থেকে ১০-১১ নম্বর থাকে, বীজগণিত থেকে ৮-৯ নম্বর, জ্যামিতি থেকে ৬-৭ নম্বর। পাটিগণিতে সংখ্যা, ভগ্নাংশ, অনুপাত, লসাগু-গসাগু, ঐকিক, শতকরা, লাভ-ক্ষতি, বয়স, সুদ-কষা ভালো করে পড়তে হবে। বীজগণিত থেকে লগ, মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ, অনুপাত পড়তে হবে। জ্যামিতি থেকে কোণ, ত্রিভুজ, ক্ষেত্রফল পড়তে হবে।
সাধারণ জ্ঞান
বাংলাদেশ থেকে ১৩-১৪টি, আন্তর্জাতিক থেকে ৬-৭টি, বিজ্ঞান থেকে ৪-৫টি প্রশ্ন থাকে। বাংলাদেশ থেকে ১৯৪৭-১৯৭১ সালের সব ঘটনা (ভাষা আন্দোলন, ৬ দফা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের খেতাব, সেক্টর), সংবিধান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন স্থাপনা ভালো করে পড়তে হবে।
আন্তর্জাতিক থেকে জাতিসংঘ এবং অন্যান্য সংগঠন যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, জাপান, ভৌগোলিক উপনাম, প্রণালি, সীমারেখা, যুদ্ধ, চুক্তি, সম্মেলন, দিবস ইত্যাদি। বিজ্ঞান থেকে বিগত বছরের বিসিএস ও এটিইওর প্রশ্ন পড়তে হবে। এ ছাড়া সব বিষয়ের জন্য ভালো প্রস্তুতির জন্য প্রার্থীকে বিগত বছরের বিসিএস এবং নন-ক্যাডারের প্রশ্ন সলভ করতে হবে।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫৯ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (এটিইও) নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ২০২৩ সালে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। ২২ আগস্ট দ্বিতীয় দফায় আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এবার প্রস্তুতি নেওয়ার পালা। এই পরীক্ষার প্রিলিমিনারি অংশের প্রস্তুতি নিয়ে পরামর্শ দিয়েছেন ৩৬তম বিসিএসের কৃষি ক্যাডার এম এ মান্নান।
গ্রেড এবং কাজ
সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার পদটি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেডের পদ। ৯ম গ্রেডের বেতন স্কেল ২২,০০০ হাজার থেকে ৫৩,০৬০ হাজার টাকা। একটি উপজেলায় কয়েকজন করে সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার থাকেন। একজন সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার ৩০টি করে স্কুলের একাডেমিক কার্যক্রম মনিটর করেন। পোস্ট ফাঁকা থাকলে কখনো ৩০টির বেশি স্কুলের একাডেমিক কার্যক্রম মনিটর করতে হয়।
পরীক্ষা যেভাবে
সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ধাপ তিনটি হলো: প্রিলিমিনারি (১০০), লিখিত (২০০) এবং ভাইভা (৫০)। প্রথম ধাপ প্রিলিমিনারিতে থাকে ১০০ নম্বর। প্রিলিমিনারির নম্বর বণ্টন: বাংলা: ২৫, ইংরেজি: ২৫, গণিত: ২৫, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান: ২৫ নম্বর। প্রিলিমিনারিতে মোট ১০০টি প্রশ্ন থাকবে; প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ১০০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে ৬০ মিনিট।
বাংলা
বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায়, সাহিত্য থেকেই ১৬-১৭টি প্রশ্ন থাকে। বাংলা ব্যাকরণ থেকে ৮-৯টি প্রশ্ন থাকে। সাহিত্য থেকে প্রাচীন যুগ, মধ্যযুগ, কবি-সাহিত্যিকদের উক্তি, গানের রচয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দীন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পত্র-পত্রিকার সম্পাদক, প্রকাশকাল ইত্যাদি ভালো করে পড়তে হবে। ব্যাকরণ অংশ থেকে বাক্য ও বানানশুদ্ধি, প্রকৃতি ও প্রত্যয়, সমাস, কারক-বিভক্তি, সন্ধি, শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ। এ ছাড়া ধ্বনি প্রবাদও পড়তে হবে।
ইংরেজি
এ অংশে গ্রামার থেকে ২০-২১টি প্রশ্ন থাকে। সাহিত্য থেকে ৪-৫টি প্রশ্ন থাকে। গ্রামার থেকে Meaning, Sentence, Parts of Speech Indentification, Preposition, Right form of verbs, Spelling, Phrase & Idoms, Voice, Tense, Narration, Subject Verb Agreement, Synonym, Antonym, Translation ভালো করে পড়বেন। সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকজন সাহিত্যিক এবং বিগত বছরের প্রশ্ন সলভ করলেই হবে।
গণিত
গণিতে ২৫ নম্বরের মধ্যে পাটিগণিত থেকে ১০-১১ নম্বর থাকে, বীজগণিত থেকে ৮-৯ নম্বর, জ্যামিতি থেকে ৬-৭ নম্বর। পাটিগণিতে সংখ্যা, ভগ্নাংশ, অনুপাত, লসাগু-গসাগু, ঐকিক, শতকরা, লাভ-ক্ষতি, বয়স, সুদ-কষা ভালো করে পড়তে হবে। বীজগণিত থেকে লগ, মান নির্ণয়, উৎপাদক, সমীকরণ, অনুপাত পড়তে হবে। জ্যামিতি থেকে কোণ, ত্রিভুজ, ক্ষেত্রফল পড়তে হবে।
সাধারণ জ্ঞান
বাংলাদেশ থেকে ১৩-১৪টি, আন্তর্জাতিক থেকে ৬-৭টি, বিজ্ঞান থেকে ৪-৫টি প্রশ্ন থাকে। বাংলাদেশ থেকে ১৯৪৭-১৯৭১ সালের সব ঘটনা (ভাষা আন্দোলন, ৬ দফা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের খেতাব, সেক্টর), সংবিধান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন স্থাপনা ভালো করে পড়তে হবে।
আন্তর্জাতিক থেকে জাতিসংঘ এবং অন্যান্য সংগঠন যেমন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, জাপান, ভৌগোলিক উপনাম, প্রণালি, সীমারেখা, যুদ্ধ, চুক্তি, সম্মেলন, দিবস ইত্যাদি। বিজ্ঞান থেকে বিগত বছরের বিসিএস ও এটিইওর প্রশ্ন পড়তে হবে। এ ছাড়া সব বিষয়ের জন্য ভালো প্রস্তুতির জন্য প্রার্থীকে বিগত বছরের বিসিএস এবং নন-ক্যাডারের প্রশ্ন সলভ করতে হবে।
অনুলিখন: আনিসুল ইসলাম নাঈম
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিতে গতকাল শনিবার (১২ জুলাই) একটি জমকালো নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগেওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (WURI) র্যাঙ্কিং ২০২৫-এ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ৮৭টি দেশের ১ হাজার ২৫৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র সাতটি বাংলাদেশি প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা করে নিতে পেরেছে, যার মধ্যে ইউল্যাবই
৪ ঘণ্টা আগেনেদারল্যান্ডসে এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দেশটির গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয় (আরটিপি) বৃত্তি-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। দেশটির গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং...
১৫ ঘণ্টা আগে