নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের এসএসসি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৯ জুন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চলতি বছর এসএসসির নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। এর পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে।
আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ শুরু হতে পারে। ২০২২ সালের কাস্টমাইজড সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরু হবে। এর এক মাস আগে ১৯ মে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু করতে হবে। তবে এবার নির্বাচনী পরীক্ষা নেওয়া যাবে না।
এ বছর বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ইত্যাদি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে না। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এই সব বিষয়ে মূল্যায়ন করা হবে।
এবার ইংরেজি ১ম ও ২য় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে। ব্যবহারিক সংবলিত বিষয়ে পরীক্ষা হবে ৪৫ নম্বরের, যার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ১৫ নম্বরের আর ৩০ নম্বরের রচনামূলক প্রশ্ন থাকবে। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয়ে ৫৫ নম্বরে পরীক্ষা হবে, যার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ১৫ নম্বরের আর অন্য ৪০ নম্বর থাকবে রচনামূলক প্রশ্নে।

চলতি বছরের এসএসসি পরীক্ষা নেওয়ার লক্ষ্যে সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৯ জুন নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চলতি বছর এসএসসির নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। এর পরিবর্তে প্রস্তুতিমূলক পরীক্ষা নেওয়া হবে, যা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে।
আজ মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ এপ্রিল থেকে ফরম পূরণ শুরু হতে পারে। ২০২২ সালের কাস্টমাইজড সিলেবাসে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরু হবে। এর এক মাস আগে ১৯ মে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু করতে হবে। তবে এবার নির্বাচনী পরীক্ষা নেওয়া যাবে না।
এ বছর বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ইত্যাদি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এ ছাড়া ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে না। সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এই সব বিষয়ে মূল্যায়ন করা হবে।
এবার ইংরেজি ১ম ও ২য় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে। ব্যবহারিক সংবলিত বিষয়ে পরীক্ষা হবে ৪৫ নম্বরের, যার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ১৫ নম্বরের আর ৩০ নম্বরের রচনামূলক প্রশ্ন থাকবে। ব্যবহারিক ব্যতীত অন্যান্য বিষয়ে ৫৫ নম্বরে পরীক্ষা হবে, যার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে ১৫ নম্বরের আর অন্য ৪০ নম্বর থাকবে রচনামূলক প্রশ্নে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজকের পত্রিকা পাঠকবন্ধু শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগে
বিসিইউর একটি প্রতিনিধিদল এআইইউবি পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ড. জাভিদ বাট, ড. মুহাম্মদ আদনান ও ড. মো. আশিকুল আলম খান। পরিদর্শনকালে এআইইউবি এবং বিসিইউর কর্মকর্তারা কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল প্রকল্পের উদ্দেশ্য, প্রশিক্ষণ কার্যক্রম...
৬ ঘণ্টা আগে
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি। অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬ শুভ উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য...
৯ ঘণ্টা আগে
পড়ার টেবিলে বসে আছে রাফি। ১০ মিনিট পর দেখা যায় সে বই রেখে মোবাইলে স্ক্রল করছে। আবার দীর্ঘশ্বাস ফেলে বইয়ের দিকে তাকাচ্ছে। আসলে তার পড়ায় মন বসছে না। ‘পড়তে মন চাইছে না’—এ কথাটি আজকাল শিক্ষার্থীদের মুখে প্রায়ই শোনা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই ‘মন চাইছে না’ কি আসলে মস্তিষ্কের কাজ, নাকি এর পেছনে রয়েছে...
১৬ ঘণ্টা আগে