প্রতিনিধি, খুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাস থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাস চালক সেলিম আজমল এ তেল চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী বলছেন, বিশ্ববিদ্যালয়ের অদূরে মেট্রোপলিটন পেট্রল পাম্পে তিনি এ তেল বিক্রি করেছেন।
গতকাল দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর এ ঘটনার প্রত্যক্ষদর্শী। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল চুরির ঘটনা ক্যামেরাবন্দী করেন নূর।
জানা যায়, গতকাল দুপুর ১২টা ২৮ মিনিটে মেট্রোপলিটন পেট্রল পাম্পের ওয়াশ রুমে যাচ্ছিলেন ওই প্রতিবেদক। এমন সময় তিনি দেখেন, পাম্পের গ্যারেজে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘খুলনা মেট্রো ঝ ১১-০০০৬’ নম্বরের বাসটি একজন শ্রমিক পানি দিয়ে পরিষ্কার করছেন। আরেকজন বাসের নিচে পাইপ ঢুকিয়ে ত্রিশ লিটারের ড্রামে বাস থেকে তেল বের করছেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল বের করার দৃশ্য দেখেই মোবাইল ক্যামেরায় ভিডিও করা শুরু করেন ওই প্রতিবেদক।
মুহূর্তেই বাসটির চালক সেলিম আজমল এগিয়ে এসে ভিডিও করার কারণ ও প্রতিবেদকের পরিচয় জানতে চান। প্রতিবেদকের ফোনটি কেড়ে নেবারও চেষ্টা করেন ওই বাস চালক। সাংবাদিক পরিচয় জানতে পেরে চালক ওই প্রতিবেদককে বলেন, ‘বাসটি ওয়াশ করতে এক লিটার তেল প্রয়োজন, তাই ওরা তেল বের করছে।’ তবে ৩০ লিটারের ড্রামটিতে প্রায় অর্ধেকেরও বেশি তেল ভরা হয়েছিল বলে উল্লেখ করেন নূর।
এ বিষয়ে ওই পেট্রল পাম্পের ম্যানেজার বলেন, রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইটি বাস ওয়াশ করা হয়েছে। তবে বাস থেকে তেল চুরির অভিযোগটি তিনি অস্বীকার করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়ি থেকে এক বিন্দু তেল বের করার অধিকারও কারও নেই। আজকে জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। ওই বাস চালককে তাঁর রুটিন দায়িত্ব থেকে আপাতত বিরত রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাস থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাস চালক সেলিম আজমল এ তেল চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী বলছেন, বিশ্ববিদ্যালয়ের অদূরে মেট্রোপলিটন পেট্রল পাম্পে তিনি এ তেল বিক্রি করেছেন।
গতকাল দৈনিক সময়ের খবরের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম নূর এ ঘটনার প্রত্যক্ষদর্শী। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল চুরির ঘটনা ক্যামেরাবন্দী করেন নূর।
জানা যায়, গতকাল দুপুর ১২টা ২৮ মিনিটে মেট্রোপলিটন পেট্রল পাম্পের ওয়াশ রুমে যাচ্ছিলেন ওই প্রতিবেদক। এমন সময় তিনি দেখেন, পাম্পের গ্যারেজে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘খুলনা মেট্রো ঝ ১১-০০০৬’ নম্বরের বাসটি একজন শ্রমিক পানি দিয়ে পরিষ্কার করছেন। আরেকজন বাসের নিচে পাইপ ঢুকিয়ে ত্রিশ লিটারের ড্রামে বাস থেকে তেল বের করছেন। বিশ্ববিদ্যালয়ের বাস থেকে তেল বের করার দৃশ্য দেখেই মোবাইল ক্যামেরায় ভিডিও করা শুরু করেন ওই প্রতিবেদক।
মুহূর্তেই বাসটির চালক সেলিম আজমল এগিয়ে এসে ভিডিও করার কারণ ও প্রতিবেদকের পরিচয় জানতে চান। প্রতিবেদকের ফোনটি কেড়ে নেবারও চেষ্টা করেন ওই বাস চালক। সাংবাদিক পরিচয় জানতে পেরে চালক ওই প্রতিবেদককে বলেন, ‘বাসটি ওয়াশ করতে এক লিটার তেল প্রয়োজন, তাই ওরা তেল বের করছে।’ তবে ৩০ লিটারের ড্রামটিতে প্রায় অর্ধেকেরও বেশি তেল ভরা হয়েছিল বলে উল্লেখ করেন নূর।
এ বিষয়ে ওই পেট্রল পাম্পের ম্যানেজার বলেন, রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইটি বাস ওয়াশ করা হয়েছে। তবে বাস থেকে তেল চুরির অভিযোগটি তিনি অস্বীকার করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গাড়ি থেকে এক বিন্দু তেল বের করার অধিকারও কারও নেই। আজকে জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আনুষ্ঠানিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। ওই বাস চালককে তাঁর রুটিন দায়িত্ব থেকে আপাতত বিরত রাখা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত তুর্কিয়ে বুরসলারি স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় বিশ্বের যেকোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তুরস্ক সরকার স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে।
২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। আজ রোববার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
১২ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ ঘণ্টা আগে