ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পুরোদমে চললেও আগের নিয়মে ফেরেনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। আগের নিয়ম অনুযায়ী দুই শিফটে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও এক শিফটে বিকেল ৪টা পর্যন্ত চলছে গ্রন্থাগারটি। ফলে ক্লাস সময়ের বাইরে গ্রন্থাগারে গিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আবারও গ্রন্থাগারকে দুই শিফটে ফেরানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এ সময় এক শিফটে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গ্রন্থাগার চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ক্লাস শুরুর পর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক হলেও গ্রন্থাগারের সময় বাড়ানো হয়নি।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, `কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব এবং শিক্ষার্থীদের বিষয়ে গুরুত্ব না দেওয়ার কারণেই গ্রন্থাগারের সময় কমানো হয়েছে। শিফট বন্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গ্রন্থাগারের সময় বৃদ্ধির পাশাপাশি সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন খোলা রাখা এবং বাইরে থেকে বই নিয়ে গিয়ে পড়ার সুযোগ বাড়ানোর দাবি জানাচ্ছি।'
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, গ্রন্থাগারের নিচতলায় বাইরে থেকে বই নিয়ে পড়ার জন্য ছোট একটি কক্ষ রয়েছে। যেখানে ২০ জনের বেশি বসা যায় না। এদিকে গ্রন্থাগারে সব ধরনের বই নেই। ফলে অনেকে পড়তে গিয়েও সুযোগ না পেয়ে ফিরে আসেন। বই নিয়ে গিয়ে পড়ার সুযোগ বাড়ানো খুবই জরুরি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ বলেন, `আগে থেকে বরাদ্দে কিছু কর্মচারী ছিল। ফলে দুই শিফট চালানো গেছে। এখন তাঁদের বাদ দেওয়ায় দুই শিফট চালানো যাচ্ছে না। লোকবলের জন্য আবেদন করেছি।'
গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, `আমরা বিষয়টি নিয়ে ভেবেছি। খুব দ্রুতই দুই শিফট চালু করা হবে।'

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম পুরোদমে চললেও আগের নিয়মে ফেরেনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। আগের নিয়ম অনুযায়ী দুই শিফটে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকার কথা থাকলেও এক শিফটে বিকেল ৪টা পর্যন্ত চলছে গ্রন্থাগারটি। ফলে ক্লাস সময়ের বাইরে গ্রন্থাগারে গিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আবারও গ্রন্থাগারকে দুই শিফটে ফেরানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত ৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়। এ সময় এক শিফটে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত গ্রন্থাগার চালু রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার ক্লাস শুরুর পর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিক হলেও গ্রন্থাগারের সময় বাড়ানো হয়নি।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, `কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব এবং শিক্ষার্থীদের বিষয়ে গুরুত্ব না দেওয়ার কারণেই গ্রন্থাগারের সময় কমানো হয়েছে। শিফট বন্ধ রেখে শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। গ্রন্থাগারের সময় বৃদ্ধির পাশাপাশি সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন খোলা রাখা এবং বাইরে থেকে বই নিয়ে গিয়ে পড়ার সুযোগ বাড়ানোর দাবি জানাচ্ছি।'
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, গ্রন্থাগারের নিচতলায় বাইরে থেকে বই নিয়ে পড়ার জন্য ছোট একটি কক্ষ রয়েছে। যেখানে ২০ জনের বেশি বসা যায় না। এদিকে গ্রন্থাগারে সব ধরনের বই নেই। ফলে অনেকে পড়তে গিয়েও সুযোগ না পেয়ে ফিরে আসেন। বই নিয়ে গিয়ে পড়ার সুযোগ বাড়ানো খুবই জরুরি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিক এস এম আব্দুল লতিফ বলেন, `আগে থেকে বরাদ্দে কিছু কর্মচারী ছিল। ফলে দুই শিফট চালানো গেছে। এখন তাঁদের বাদ দেওয়ায় দুই শিফট চালানো যাচ্ছে না। লোকবলের জন্য আবেদন করেছি।'
গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, `আমরা বিষয়টি নিয়ে ভেবেছি। খুব দ্রুতই দুই শিফট চালু করা হবে।'

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১৬ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
২০ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে