Ajker Patrika

মেডিকেলে দেশসেরা হলেন যাঁরা

শিক্ষা ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৪: ৫৩
সুশোভন বাছাড়, মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ ও শেখ তাসনিম ফেরদাউস (বাঁ থেকে)
সুশোভন বাছাড়, মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ ও শেখ তাসনিম ফেরদাউস (বাঁ থেকে)

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় জাতীয় মেধাক্রমে প্রথম হয়েছেন খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুশোভন বাছাড়। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে শীর্ষ স্থান অর্জন করেন তিনি। এবারে এমবিবিএস পরীক্ষার ফলাফলে পাসের হার ছিল ৪৫ দশমিক ৬২ শতাংশ।

জাতীয় মেধাক্রমে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মো. সানজিদ অপূর্ব বিন সিরাজ ও শেখ তাসনিম ফেরদাউস। সানজিদের স্কোর ৯০ দশমিক ৫। তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন, আর তাসনিমের স্কোর ৮৯ দশমিক ৫০। তিনি যশোরের শেখ আব্দুল ওহাব মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারা দেশে মেধাতালিকায় প্রথম হওয়া সুশোভন বাছাড় আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা বেশ ভালো হয়েছিল। তবে বুঝতে পারিনি, মেধাতালিকায় একেবারে প্রথম হয়ে যাব। আমার এ সাফল্যে আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সাফল্যের পেছনে আমার মা-বাবা, শিক্ষক, সহপাঠী—সবার অবদান রয়েছে।’

সুশোভন এখন চিকিৎসক হওয়ার যাত্রা শুরু। তাঁর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে চাই। সবার মতো আমিও ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চাই। বিশেষ করে আমি দুস্থ ও অসহায় মানুষদের নিয়ে কাজ করব। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা সুচিকিৎসা পান না। আমি তাঁদের নিয়ে কাজ করতে চাই।’

এর আগে, এদিন রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। সেগুলোর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন।

এঁদের মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ১৫৯ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন; যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ ৯০ দশমিক ৭৫ নম্বর খুলনা জেলার সুশোভন বাছাড়ের।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশে ১১০টি মেডিকেল কলেজ। সরকারি ছাড়াও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ, ১টি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এবং ৫টি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত