
বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের চ্যান্সেলরের কাছ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন তিনি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শিক্ষা, আর্থিক ব্যবস্থাপনা এবং সরকারি প্রশাসনের ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে ড. এ বি এম রাশেদুল হাসানের। ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের আগে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে রাশেদুল হাসান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রফেসর ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।
ইতিপূর্বে তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ইন্ডিয়ান একাডেমিক রিসার্চার্স অ্যাসোসিয়েশনের (আইএআরএ) একজন সম্মানিত ফেলো ও বাংলাদেশ শাখার সভাপতি।
উদ্ভাবনী, দক্ষ ও দূরদর্শী নেতা হিসেবে সুনামের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনে অধ্যাপক হাসানের শক্তিশালী কৃতিত্ব রয়েছে। তিনি ১৯৯১ সালে মাইডাসে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
অধ্যাপক হাসান বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনার সম্পাদকীয় বোর্ডে সদস্য হিসেবে কাজ করেন। তিনি মর্যাদাপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন এবং তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন।
অধ্যাপক হাসান খুলনার আজম খান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার এবং খুলনার পাইওনিয়ার গার্লস কলেজের অধ্যাপক রোকেয়া বেগমের ছেলে।

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি এবং এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের চ্যান্সেলরের কাছ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে যোগদান করেন তিনি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শিক্ষা, আর্থিক ব্যবস্থাপনা এবং সরকারি প্রশাসনের ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে ড. এ বি এম রাশেদুল হাসানের। ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের আগে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে রাশেদুল হাসান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রফেসর ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন।
ইতিপূর্বে তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (মনোনীত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মালয়েশিয়ার লিঙ্কন ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ইন্ডিয়ান একাডেমিক রিসার্চার্স অ্যাসোসিয়েশনের (আইএআরএ) একজন সম্মানিত ফেলো ও বাংলাদেশ শাখার সভাপতি।
উদ্ভাবনী, দক্ষ ও দূরদর্শী নেতা হিসেবে সুনামের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনে অধ্যাপক হাসানের শক্তিশালী কৃতিত্ব রয়েছে। তিনি ১৯৯১ সালে মাইডাসে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
অধ্যাপক হাসান বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনার সম্পাদকীয় বোর্ডে সদস্য হিসেবে কাজ করেন। তিনি মর্যাদাপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে বেশ কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছেন এবং তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ও ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন।
অধ্যাপক হাসান খুলনার আজম খান কমার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার এবং খুলনার পাইওনিয়ার গার্লস কলেজের অধ্যাপক রোকেয়া বেগমের ছেলে।

ইউরোপের উন্নত শিক্ষাব্যবস্থার দেশ সুইডেনের উমেয়া বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বৃত্তিটির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি প্রযোজ্য।
১৪ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
১৯ ঘণ্টা আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৪ দিন আগে