Ajker Patrika

তেজগাঁও কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সভাপতি জাহিদ রহমান, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম মৃধা। ছবি: সংগৃহীত
সভাপতি জাহিদ রহমান, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম মৃধা। ছবি: সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ‘তেজগাঁও কলেজ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (টিসিসিডিএএ)’ গঠন করা হয়েছে। নবগঠিত কার্যনির্বাহী পর্ষদটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ রহমান (প্রাক্তন শিক্ষার্থী, ২০০০-০১ শিক্ষাবর্ষ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পার্থ প্রতীম মৃধা (প্রাক্তন শিক্ষার্থী, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ)।

অ্যাসোসিয়েশনের সহসাংগঠনিক সম্পাদক সৌমিক সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৬১ সালে যাত্রা শুরু করা তেজগাঁও কলেজ ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। রসায়ন বিভাগ থেকে সহস্রাধিক শিক্ষার্থী অনার্স-মাস্টার্স সম্পন্ন করে দেশে-বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা ও সংযোগ আরও দৃঢ় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২ মার্চ বিভাগীয় শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের তত্ত্বাবধানে গঠনতন্ত্র, উপদেষ্টা পর্ষদ ও কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়।

উপদেষ্টা পর্ষদের সদস্যরা হচ্ছেন প্রধান উপদেষ্টা হিসেবে বিভাগীয় প্রধান সিলভিয়া খায়ের লীনা, নির্বাহী কার্যকরী উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার হোসেন, দপ্তরবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আসাদুজ্জামান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে আরও রয়েছেন লিটন চন্দ্র রায়, রকিবুল ইসলাম, গাফফার আলি মন্ডল, সৈকত রায়হান, রুবেল মিয়া, রওনক জাহান, অধ্যাপক আব্দুল বাকি (সাবেক বিভাগীয় প্রধান), অধ্যাপক রাহুনুর রহমান (সাবেক শিক্ষিকা), অধ্যাপক শাহেদুল হক (সাবেক শিক্ষক), সহযোগী অধ্যাপক সোলাইমান চৌধুরী (সাবেক শিক্ষক)।

উক্ত অ্যাসোসিয়েশনটিতে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দকে একটি অনলাইনভিত্তিক সদস্য ফরম পূরণ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন উপদেষ্টা পর্ষদ ও কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা।

রেজিস্ট্রেশন লিংক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিও আবেদনের সুপারিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত