Ajker Patrika

শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১ 

প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ) 
শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১ 

সুনামগঞ্জের মধ্যনগরে আড়াই বছরের শিশু দূর্জয়কে হত্যার অভিযোগে একজনকে আটক করেছে মধ্যনগর থানা-পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে জয়নাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত জয়নাল মিয়া চামরদানী ইউনিয়নের আবিদনগর নোয়াগাঁও গ্রামের মো. নবী নেওয়াজের ছেলে। 

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী বাড়ির মো. ছালেক মিয়া (৩২) কে ধারালো দা দিয়ে কোপ দিতে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়ে ছালেক মিয়ার শিশু পুত্র দুর্জয়ের মাথায় লেগে মারাত্মক জখম হয়। পরে শিশু দুর্জয়কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা পর মারা যায়।

পুলিশ জানায়, নিহতের বাবা মো. ছালেক মিয়া (৩২) থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক নিয়মিত মামলা রুজু করে ঘটনার সত্যতা যাচাই পূর্বক মধ্যনগর থানা-পুলিশ দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত আসামি মো. জয়নাল মিয়া (৪০) আটক করে। 

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র দেব বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত