সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে একটি চায়নিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিপণিবিতান কেন্দ্র সৈয়দপুর প্লাজার ‘ফ্রেন্ডস জুস বার’ নামে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সৈয়দপুর থানা-পুলিশ তাঁদের আটক করে।
অভিযানকালে রেস্টুরেন্ট মালিক আকতার হোসেন পালিয়ে যান। এ সময় তাঁর মালিকানাধীন রেস্টুরেন্টটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন। আটক ছয়জনের মধ্যে তিনজন ছাত্রীকে মুচলেকায় অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
তবে অপর তিনজন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার হামিদুল ইসলামের ছেলে আশরাফুল (১৯) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. সোহানকে (২১) তিন দিন এবং দিনাজপুরের রোস্তম আলীর ছেলে মাহিন ইসলামকে (২৭) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পুলিশ সূত্রে জানা গেছে, ফ্রেন্ডস জুসবার রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ হয়—এমন খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় তাঁদের আটক করা হয়।
সৈয়দপুর থানার এসআই সহিদার রহমান বলেন, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে তিনজন কলেজছাত্রী হওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে অপর তিনজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, অভিযোগ রয়েছে সৈয়দপুর প্লাজার কিছু চায়নিজ রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ হয়। এখন থেকে রেস্টুরেন্টগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে।

নীলফামারীর সৈয়দপুরে একটি চায়নিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বিপণিবিতান কেন্দ্র সৈয়দপুর প্লাজার ‘ফ্রেন্ডস জুস বার’ নামে রেস্টুরেন্টে অভিযান চালিয়ে সৈয়দপুর থানা-পুলিশ তাঁদের আটক করে।
অভিযানকালে রেস্টুরেন্ট মালিক আকতার হোসেন পালিয়ে যান। এ সময় তাঁর মালিকানাধীন রেস্টুরেন্টটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন। আটক ছয়জনের মধ্যে তিনজন ছাত্রীকে মুচলেকায় অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
তবে অপর তিনজন দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার হামিদুল ইসলামের ছেলে আশরাফুল (১৯) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. সোহানকে (২১) তিন দিন এবং দিনাজপুরের রোস্তম আলীর ছেলে মাহিন ইসলামকে (২৭) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পুলিশ সূত্রে জানা গেছে, ফ্রেন্ডস জুসবার রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ হয়—এমন খবর পেয়ে সৈয়দপুর থানা-পুলিশ অভিযান চালায়। এ সময় তাঁদের আটক করা হয়।
সৈয়দপুর থানার এসআই সহিদার রহমান বলেন, আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে তিনজন কলেজছাত্রী হওয়ায় তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়ে অপর তিনজনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান বলেন, অভিযোগ রয়েছে সৈয়দপুর প্লাজার কিছু চায়নিজ রেস্টুরেন্টের আড়ালে অসামাজিক কার্যকলাপ হয়। এখন থেকে রেস্টুরেন্টগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে