নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিন্যাগাড়ী গ্রামে পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী মোছা মোর্শেদা বেগমের (৪০) বাড়িতে নিকটাত্মীয় আজিজুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল করেন এবং দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পান। তবে নিজেকে রক্ষা করতে পারলেও তাঁর বসতবাড়ি ভেঙে লুট করা হয়েছে।
আজ রোববার নবাবগঞ্জ থানায় ভুক্তভোগী মোর্শেদা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগপত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ভুক্তভোগী মোর্শেদা বেগমের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তাঁর নিকটাত্মীয় আজিজুল ইসলামের কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আজিজুল ইসলাম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে এসে তাঁকে না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জরুরি সেবা-৯৯৯-এ কল করে পুলিশের কাছে সাহায্য চান। এ সময় পার্শ্ববর্তী আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী মোর্শেদা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ ৫০-৬০ জনের একটি দল আমার বাড়িতে ভাঙচুর করে। এ সময় ৯৯৯-এ কল করে সাহায্য চাই। কিছুক্ষণ পর পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁদের পরামর্শে থানায় একটি অভিযোগ দায়ের করি।’
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে ভুক্তভোগী মোর্শেদা বেগমকে আইনি সহায়তা দেওয়া হয়।’
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘মোর্শেদা বেগম নামে এক ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিন্যাগাড়ী গ্রামে পূর্বশত্রুতার জেরে ভুক্তভোগী মোছা মোর্শেদা বেগমের (৪০) বাড়িতে নিকটাত্মীয় আজিজুল ইসলাম লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জাতীয় জরুরি সেবা-৯৯৯-এ কল করেন এবং দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পান। তবে নিজেকে রক্ষা করতে পারলেও তাঁর বসতবাড়ি ভেঙে লুট করা হয়েছে।
আজ রোববার নবাবগঞ্জ থানায় ভুক্তভোগী মোর্শেদা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগপত্র থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার ভুক্তভোগী মোর্শেদা বেগমের সঙ্গে পূর্বশত্রুতার জেরে তাঁর নিকটাত্মীয় আজিজুল ইসলামের কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আজিজুল ইসলাম ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর বাড়িতে এসে তাঁকে না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে মোর্শেদা বেগম জরুরি সেবা-৯৯৯-এ কল করে পুলিশের কাছে সাহায্য চান। এ সময় পার্শ্ববর্তী আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী মোর্শেদা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ ৫০-৬০ জনের একটি দল আমার বাড়িতে ভাঙচুর করে। এ সময় ৯৯৯-এ কল করে সাহায্য চাই। কিছুক্ষণ পর পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাঁদের পরামর্শে থানায় একটি অভিযোগ দায়ের করি।’
আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। পরে ভুক্তভোগী মোর্শেদা বেগমকে আইনি সহায়তা দেওয়া হয়।’
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘মোর্শেদা বেগম নামে এক ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে