Ajker Patrika

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে বাবা

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ১৪
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে বাবা

দিনাজপুরের ঘোড়াঘাটে ১০ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত সোমবার দুপুরে সিংড়া ইউপির শিধলগ্রাম-পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটে। তকাল শনিবার শিশুটির নানি (৫৭) বাদী হয়ে ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে (৩৭) গ্রেপ্তার করে।

মামলার এজাহারে ভুক্তভোগী শিশুটির নানি জানান, ১৫ বছর আগে আপন ভাইয়ের ছেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে দেন। তাদের ঘরে একটি কন্যাসন্তান জন্ম নেয়। বিয়ের প্রায় ছয় বছর পর তাদের বিবাহবিচ্ছেদ হয়। সেই থেকে কন্যাসন্তানটি তাঁর কাছে লালিত-পালিত হচ্ছে। তাঁর ও মেয়ের শ্বশুরবাড়ি পাশাপাশি। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে না পারায় মামলা করতে দেরি হয়েছে।

তিনি আরও জানান, গত সোমবার দুপুরে তাঁর নাতনি বারান্দায় বসে লেখাপড়া করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত বাবা পেছন থেকে তার কন্যাশিশুকে জড়িয়ে ধরে হাঁস-মুরগি রাখার ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। এ সময় আসামি শিশুটিকে চড়-থাপ্পড় মারে। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করে এবং বাবা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘শিশুটির নানি গতকাল শনিবার মামলা করেছেন। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছি। এরপর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত