Ajker Patrika

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

মো. মিজানুর রহমান, কাউনিয়া (রংপুর)
আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৭: ৫০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে রোগী ও স্বজনদের।

গতকাল শুক্রবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, নতুন ভবনের তিন তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের কোনো ওয়াশরুম কিংবা বাথরুমে পানি নেই। পানির ট্যাপগুলো শুকনো পড়ে আছে। ওয়ার্ডে ভর্তি রোগীদের স্বজনরা নিচতলা থেকে বালতি ও বোতলে করে পানি এনে ব্যবহার করছেন।

পুরুষ ওয়ার্ডে ভর্তি রোগী ও তাঁদের স্বজনরা জানান, কয়েক দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শৌচাগার ও গোসলখানা ব্যবহারে। অসুস্থ অবস্থায় রোগীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এতে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন তাঁরা।

হাবিবুর রহমান নামের এক রোগীর স্বজন বলেন, ‘চিকিৎসা নিতে এসে এমন দুর্ভোগ কখনো কল্পনাও করিনি। পানি ছাড়া হাসপাতাল কীভাবে চলে? কয়েক দিন ধরে সমস্যা থাকলেও সমাধান হচ্ছে না। এতে কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।’

স্থানীয় কয়েকজন রোগীর স্বজন অভিযোগ করেন, এটি নতুন ভবন হলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। পানি সরবরাহের

মতো একটি মৌলিক সমস্যা দ্রুত সমাধান না হওয়ায় তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান বলেন, পানির সরবরাহ লাইনে ত্রুটির কারণে মাঝেমধ্যে তিন তলায় পানির সমস্যা দেখা দেয়। বিষয়টি সমাধানে চেষ্টা চলছে এবং দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা বলেন, ‘আমি বৃহস্পতিবার অফিস করেছি। তিন তলার পুরুষ ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ থাকার বিষয়টি কেউ আমাকে জানাননি। সপ্তাহ ধরে নয়, মাঝে মাঝে পানির সমস্যা দেখা দেয়। বিষয়টি সমাধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে কথা বলা হয়েছে। তারা সমস্যা সমাধানের চেষ্টা করছে।’

রংপুর জেলার সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

গাজীপুরের শ্রীপুর: সিলিকার লোভে শত ফুট গর্ত

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা

এলপি গ্যাসের সংকট একটি সংকেতমাত্র

ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প, তেল কোম্পানিগুলো বলছে—সে অবস্থা নেই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত