Ajker Patrika

আদমদীঘিতে ভুয়া ডাক্তার আটক, জেলা-জরিমানা প্রদান 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে ভুয়া ডাক্তার আটক, জেলা-জরিমানা প্রদান 

বগুড়ার আদমদীঘিতে আল সাফি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সার্জন আব্দুর রশিদ সরকার নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে বগুড়া র‍্যাব-১২। আজ শনিবার সকালে অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়। 

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুর রশিদ সরকারকে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেন বগুড়া জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের ওডিডিএন এসআই রবিউল ইসলাম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কুমিল্লার মুরাদনগরের পিরকাসীমপুর দক্ষিণপাড়ার বাহার আলীর ছেলে পল্লিচিকিৎসক আব্দুর রশিদ সরকার বিগত ২০০৫ সাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিশেষজ্ঞ ও সার্জন পরিচয়ে চিকিৎসা প্রদান করে আসছিলেন। বগুড়ার আদমদীঘি আল-সাফি ডায়াগনস্টিক সেন্টারে গত কয়েক সপ্তাহ ধরে পল্লিচিকিৎসক আব্দুর রশিদ সরকার নাক, কান, গলা বিশেষজ্ঞ ও সার্জনের পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা প্রদান করছেন। আজ সকালে গোপন সংবাদে বগুড়া র‍্যাব-১২ আল সাফি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় এবং ভুয়া ডাক্তারকে হাতেনাতে আটক করেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপম দাস ভুয়া ডাক্তার আব্দুর রশিদকে ৬ মাসের জেল ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল প্রদান করেন। 

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রশিদ একজন পল্লিচিকিৎসক। তিনি ভুয়া বিশেষজ্ঞ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করছিলেন বলে স্বীকারোক্তি দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত