প্রতিনিধি, বগুড়া

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম সেলিমের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় যশোর শহরের বিমান অফিস পাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। ডাক্তার সেলিম আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁর স্ত্রীর।
ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘সকালে আমি রান্না করছিলাম। ওই সময় তিনি ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’
তিনি জানান, সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়া শজিমেকে বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাঁর ধারণা।
মৃতের ড্রাইভার কামরুজ্জামান বলেন, চিকিৎসক আব্দুস সালাম যশোর সদর হাসপাতালে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। গত বুধবার ছুটি পেয়ে তিনি যশোর শহরের বিমান অফিস মোড়ের বাসায় আসেন। শনিবার সকালে উঠেও নামাজ আদায় করেছেন। তারপর কী হয়েছে জানি না। শুনলাম স্যার আত্মহত্যা করেছেন।
চাচাতো ভাই শাহিনুর রহমান বলেন, ঝিনাইদহের মহেশপুর এলাকায় তাঁর শ্বশুর বাড়ি। প্রায় সময়ই তিনি ওই এলাকায় রোগী দেখতে যেতেন। এছাড়া তাঁর নিজের গ্রামেও তিনি গরিব রোগীদের সেবা দিতেন। এসব এলাকয় তিনি গরিবের ডাক্তার বলে পরিচিত। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমাদের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে।
আব্দুস সালাম যশোর সদর উপজেলার মোমিননগর নওদাগা এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি তিন সন্তানর জনক। বড় মেয়ে সাদিয়া এবার এইচএসসি পরীক্ষার্থী। ছেলে আদনান এসএসসি পরীক্ষার্থী এবং ছোট একটি মেয়ে রয়েছে।
মামা বজলুর রহমান বলেন, সালাম খুব ভালো একজন মানুষ। সে আত্মহত্যার করার মতো মানসিকতার মানুষ না। তার পরিবারে এমন কোনো সমস্যাও নেই যে তাঁর আত্মহত্যা করা লাগবে।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, তাঁকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আত্মহত্যার তেমন কোনো আলামত পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, তিনি কেন আত্মহত্যা করেছেন সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ডাক্তার সেমিলমের মৃত্যুতে শোক প্রকাশ করে বগুড়া শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, ডা. সেলিমের মৃত্যুর খবর পেয়েছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম সেলিমের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় যশোর শহরের বিমান অফিস পাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। ডাক্তার সেলিম আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁর স্ত্রীর।
ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘সকালে আমি রান্না করছিলাম। ওই সময় তিনি ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’
তিনি জানান, সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়া শজিমেকে বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাঁর ধারণা।
মৃতের ড্রাইভার কামরুজ্জামান বলেন, চিকিৎসক আব্দুস সালাম যশোর সদর হাসপাতালে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। গত বুধবার ছুটি পেয়ে তিনি যশোর শহরের বিমান অফিস মোড়ের বাসায় আসেন। শনিবার সকালে উঠেও নামাজ আদায় করেছেন। তারপর কী হয়েছে জানি না। শুনলাম স্যার আত্মহত্যা করেছেন।
চাচাতো ভাই শাহিনুর রহমান বলেন, ঝিনাইদহের মহেশপুর এলাকায় তাঁর শ্বশুর বাড়ি। প্রায় সময়ই তিনি ওই এলাকায় রোগী দেখতে যেতেন। এছাড়া তাঁর নিজের গ্রামেও তিনি গরিব রোগীদের সেবা দিতেন। এসব এলাকয় তিনি গরিবের ডাক্তার বলে পরিচিত। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমাদের ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে অথবা আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে।
আব্দুস সালাম যশোর সদর উপজেলার মোমিননগর নওদাগা এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে। তিনি তিন সন্তানর জনক। বড় মেয়ে সাদিয়া এবার এইচএসসি পরীক্ষার্থী। ছেলে আদনান এসএসসি পরীক্ষার্থী এবং ছোট একটি মেয়ে রয়েছে।
মামা বজলুর রহমান বলেন, সালাম খুব ভালো একজন মানুষ। সে আত্মহত্যার করার মতো মানসিকতার মানুষ না। তার পরিবারে এমন কোনো সমস্যাও নেই যে তাঁর আত্মহত্যা করা লাগবে।
যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, তাঁকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আত্মহত্যার তেমন কোনো আলামত পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, তিনি কেন আত্মহত্যা করেছেন সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ডাক্তার সেমিলমের মৃত্যুতে শোক প্রকাশ করে বগুড়া শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, ডা. সেলিমের মৃত্যুর খবর পেয়েছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে