নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে জামাইয়ের হাতে শাশুড়ি ছবিজানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত ছবিজান ভবানীপুর ঈদগাহ পাড়ার মৃত সোহরাব হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৮ বছর আগে নওগাঁর রানীনগর উপজেলার হাসপাতাল গেট এলাকার সাত্তার শেখের ছেলে ইমরানের (৩১) সঙ্গে বিয়ে হয় ছবিজানের ছোট মেয়ে শারমিন (২৬) এর। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল লেগেই থাকত। তাঁদের সংসারে ছেলে রকিবুল (৭) ও সামিয়া (৪) নামে একটি মেয়ে সন্তান রয়েছে। ইমরান নিয়মিত নেশা করত। এসব কারণে গত ৩ মাস আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরও ইমরান শারমিনকে উত্ত্যক্ত করতেন।
এ বিষয়ে শারমিনের বড় বোন বলেন, আমার ছোট বোনের স্বামী ইমরান নেশাগ্রস্ত একজন মানুষ। এ কারণে বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পর থেকে বোন আমার বাড়িতেই থাকত। বোনকে বিদেশে পাঠানোর জন্য আমরা তোড়জোড় শুরু করি। এরই মধ্যে ইমরান আমার বাড়িতে এসে হুমকি দেয় এবং আমার বোনকে তাঁর সঙ্গে যেতে বলে।
শারমিনের বড় বোন আরও বলেন, গত সোমবার বোন মায়ের কাছে ছিল। পরে গতকাল সকালে ঢাকা চলে যায়। কিন্তু ইমরান বিষয়টি না জেনে রাতে মায়ের বাড়িতে আসেন এবং বোনকে না পেয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁর নিয়ামতপুরে জামাইয়ের হাতে শাশুড়ি ছবিজানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৃত ছবিজান ভবানীপুর ঈদগাহ পাড়ার মৃত সোহরাব হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৮ বছর আগে নওগাঁর রানীনগর উপজেলার হাসপাতাল গেট এলাকার সাত্তার শেখের ছেলে ইমরানের (৩১) সঙ্গে বিয়ে হয় ছবিজানের ছোট মেয়ে শারমিন (২৬) এর। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে গন্ডগোল লেগেই থাকত। তাঁদের সংসারে ছেলে রকিবুল (৭) ও সামিয়া (৪) নামে একটি মেয়ে সন্তান রয়েছে। ইমরান নিয়মিত নেশা করত। এসব কারণে গত ৩ মাস আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরও ইমরান শারমিনকে উত্ত্যক্ত করতেন।
এ বিষয়ে শারমিনের বড় বোন বলেন, আমার ছোট বোনের স্বামী ইমরান নেশাগ্রস্ত একজন মানুষ। এ কারণে বোনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পর থেকে বোন আমার বাড়িতেই থাকত। বোনকে বিদেশে পাঠানোর জন্য আমরা তোড়জোড় শুরু করি। এরই মধ্যে ইমরান আমার বাড়িতে এসে হুমকি দেয় এবং আমার বোনকে তাঁর সঙ্গে যেতে বলে।
শারমিনের বড় বোন আরও বলেন, গত সোমবার বোন মায়ের কাছে ছিল। পরে গতকাল সকালে ঢাকা চলে যায়। কিন্তু ইমরান বিষয়টি না জেনে রাতে মায়ের বাড়িতে আসেন এবং বোনকে না পেয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে