চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কথিত সাংবাদিক তারিক হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর একটি দল গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাঁকড়ামারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চারঘাটের মেরামাতপুর গ্রামের গুড় ব্যবসায়ী ইব্রাহিম আলী (৫০) বাদী হয়ে ভুয়া র্যাব পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে গত বুধবার রাতে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তারিক হোসেনসকে প্রধান করে অজ্ঞাত আরও চার ব্যক্তিকে আসামি করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, তারিক হোসেন গুড় ব্যবসায়ী ইব্রাহিম আলীর পূর্বপরিচিত। গত মঙ্গলবার রাত ১১টার দিকে তারিক হোসেনসহ পাঁচ ব্যক্তি ইব্রাহিম আলীর বাড়িতে যান। তারিকের সঙ্গে থাকা চার ব্যক্তিকে র্যাবের সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ‘ইব্রাহিমের নামে ভেজাল গুড় তৈরির মামলা রয়েছে। আমরা তাঁকে আটক করতে এসেছি।’ এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি মামলার বিষয় জানতে চাইলে ৫ লাখ টাকা দিলে ইব্রাহিমকে আটক করা হবে না বলে তাঁরা জানান। এতে ইব্রাহিম আলী ও তাঁর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তাঁরা কিছু টাকা কমানোর জন্য বলেন। এ সময় তাঁরা ২ লাখ টাকা নিতে রাজি হন। ইব্রাহিম আলীর স্ত্রী জরিনা বেগম ও প্রতিবেশীরা ২ লাখ টাকা দিলে অভিযুক্তরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে বিষয়টি চারদিকে জানাজানি হলে ইব্রাহিম আলী জানতে পারেন ওই ঘটনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নন।
গ্রেপ্তারের বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, র্যাব পরিচয়ে চাঁদাবাজি মামলার আসামি তারিক হোসেনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৫। তাঁকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে তারিক হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। তারিক উপজেলার মেরামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে সাংবাদিক পরিচয়ে লেখালেখি করেন।

রাজশাহীর চারঘাটে র্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কথিত সাংবাদিক তারিক হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫ রাজশাহীর একটি দল গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কাঁকড়ামারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, চারঘাটের মেরামাতপুর গ্রামের গুড় ব্যবসায়ী ইব্রাহিম আলী (৫০) বাদী হয়ে ভুয়া র্যাব পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে গত বুধবার রাতে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তারিক হোসেনসকে প্রধান করে অজ্ঞাত আরও চার ব্যক্তিকে আসামি করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, তারিক হোসেন গুড় ব্যবসায়ী ইব্রাহিম আলীর পূর্বপরিচিত। গত মঙ্গলবার রাত ১১টার দিকে তারিক হোসেনসহ পাঁচ ব্যক্তি ইব্রাহিম আলীর বাড়িতে যান। তারিকের সঙ্গে থাকা চার ব্যক্তিকে র্যাবের সদস্য বলে পরিচয় দিয়ে বলেন, ‘ইব্রাহিমের নামে ভেজাল গুড় তৈরির মামলা রয়েছে। আমরা তাঁকে আটক করতে এসেছি।’ এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি মামলার বিষয় জানতে চাইলে ৫ লাখ টাকা দিলে ইব্রাহিমকে আটক করা হবে না বলে তাঁরা জানান। এতে ইব্রাহিম আলী ও তাঁর পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। তাঁরা কিছু টাকা কমানোর জন্য বলেন। এ সময় তাঁরা ২ লাখ টাকা নিতে রাজি হন। ইব্রাহিম আলীর স্ত্রী জরিনা বেগম ও প্রতিবেশীরা ২ লাখ টাকা দিলে অভিযুক্তরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে বিষয়টি চারদিকে জানাজানি হলে ইব্রাহিম আলী জানতে পারেন ওই ঘটনায় অংশগ্রহণকারী ব্যক্তিরা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নন।
গ্রেপ্তারের বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, র্যাব পরিচয়ে চাঁদাবাজি মামলার আসামি তারিক হোসেনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৫। তাঁকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে তারিক হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব। তারিক উপজেলার মেরামতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে সাংবাদিক পরিচয়ে লেখালেখি করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে