বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ভারতীয় এক নাগরিকসহ দুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুজন হলেন—হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। তাদের মধ্যে হারগোবিন্দ জখুরাম ভার্মা ভারতীয় নাগরিক। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকায় অবস্থিত পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আর আসাদুজ্জামান একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল।
পাওয়াং সিরামিকস কোম্পানির সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কাজে হারগোবিন্দ ও আসাদুজ্জামান কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে ফিরে সোমবার দিবাগত রাতে তারা বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় করে বনানী এলাকায় প্রতিষ্ঠানের গেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে লতিফপুর এলাকায় এসে তারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামানের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’
এসআই রাজু কামাল বলেন, ছিনতাইকারীরা ৪-৫ জন ছিল। তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে।
এসআই রাজু কামাল আরও বলেন, ছিনতাইয়ের ঘটনাস্থলটি বগুড়া শাজাহানপুর নাকি সদর এলাকায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘটনায় থানায় অভিযোগ হবে।
সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন শাজাহানপুর উপজেলার সীমানায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তারা লতিফপুর বাঁশ হাট এলাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। ওই দুজন সোমবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ফেরেন।’

বগুড়ায় ভারতীয় এক নাগরিকসহ দুজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর সড়কের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার দুজন হলেন—হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামান। তাদের মধ্যে হারগোবিন্দ জখুরাম ভার্মা ভারতীয় নাগরিক। তিনি বগুড়ার শাজাহানপুরের গণ্ডগ্রাম এলাকায় অবস্থিত পাওয়াং সিরামিকস কোম্পানিতে ক্লিন ইউনিটের ইনচার্জ হিসেবে কর্মরত। আর আসাদুজ্জামান একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক।
বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল।
পাওয়াং সিরামিকস কোম্পানির সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কাজে হারগোবিন্দ ও আসাদুজ্জামান কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে ফিরে সোমবার দিবাগত রাতে তারা বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে অটোরিকশায় করে বনানী এলাকায় প্রতিষ্ঠানের গেস্ট হাউসের দিকে যাচ্ছিলেন। পথে লতিফপুর এলাকায় এসে তারা ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা হারগোবিন্দ জখুরাম ভার্মা ও আসাদুজ্জামানের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগসহ কাগজপত্রের একটি ব্যাগ নিয়ে গেছে। সেই ব্যাগে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।’
এসআই রাজু কামাল বলেন, ছিনতাইকারীরা ৪-৫ জন ছিল। তাদের হাতে লাঠি ও ধারালো অস্ত্র ছিল বলে জানা গেছে।
এসআই রাজু কামাল আরও বলেন, ছিনতাইয়ের ঘটনাস্থলটি বগুড়া শাজাহানপুর নাকি সদর এলাকায় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘটনায় থানায় অভিযোগ হবে।
সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের দুজন শাজাহানপুর উপজেলার সীমানায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। তারা লতিফপুর বাঁশ হাট এলাকায় এসে ছিনতাইয়ের কবলে পড়েন। ওই দুজন সোমবার রাতেই ভারত থেকে বাংলাদেশে ফেরেন।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে