নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি সংরক্ষণ পাত্রে তেলাপোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় পাওয়ার অপরাধে চারটি প্রতিষ্ঠানে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বে শহরের মিষ্টি পট্টির বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলার মিষ্টিপট্টি এলাকায় মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা ও ক্ষতিকর পোকামাকড় পাওয়ায় মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার এবং গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আমিন সুইটকে ৪ হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামসুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং নওগাঁ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিন্ন ভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।

নওগাঁ শহরে বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টি সংরক্ষণ পাত্রে তেলাপোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় পাওয়ার অপরাধে চারটি প্রতিষ্ঠানে মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বে শহরের মিষ্টি পট্টির বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর উপজেলার মিষ্টিপট্টি এলাকায় মিষ্টির পাত্রের মধ্যে মরা তেলাপোকা ও ক্ষতিকর পোকামাকড় পাওয়ায় মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার এবং গ্র্যান্ড সুইট মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আল আমিন সুইটকে ৪ হাজার টাকা এবং আদি মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামসুল হক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী এবং নওগাঁ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক মো. শামীম হোসেন বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিন্ন ভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে