বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টুকে (২৫) কুপিয়ে হত্যার আট মাস পর জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—বগুড়া শহরতলীর ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকার মোমিনুর রহমান, কবির হোসেন, রবিউল ও বেজোড়া হিন্দুপাড়া এলাকার মো. রানা। তাঁরা টাইলস মিস্ত্রির কাজ করতেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর সকালে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় মানিক হোটেলে গ্রেপ্তার যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টুকে কুপিয়ে হত্যা করে।
নিহত ঝন্টু ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। ঘটনার পরদিন ঝন্টুর বাবা আফজাল বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পাওনা আড়াই লাখ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পনা করে ঘটনার দিন ঝন্টুকে ওই হোটেলে নাশতা করার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর গ্রেপ্তার চারজন ঝন্টুর ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার পর থেকে তারা সাভারে অবস্থান করছিল। সেখানে টাইলসের কাজ করত। গ্রেপ্তারদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম।

বগুড়ায় ওয়াজেদ হোসেন ঝন্টুকে (২৫) কুপিয়ে হত্যার আট মাস পর জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন—বগুড়া শহরতলীর ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকার মোমিনুর রহমান, কবির হোসেন, রবিউল ও বেজোড়া হিন্দুপাড়া এলাকার মো. রানা। তাঁরা টাইলস মিস্ত্রির কাজ করতেন।
গত বছরের ৩ সেপ্টেম্বর সকালে বগুড়া শহরতলীর ভাটকান্দি এলাকায় মানিক হোটেলে গ্রেপ্তার যুবকেরা ধারালো অস্ত্র দিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টুকে কুপিয়ে হত্যা করে।
নিহত ঝন্টু ভাটকান্দি পশ্চিমপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। ঘটনার পরদিন ঝন্টুর বাবা আফজাল বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পট কমান্ডার সিনিয়র এএসপি নজরুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পাওনা আড়াই লাখ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে পরিকল্পনা করে ঘটনার দিন ঝন্টুকে ওই হোটেলে নাশতা করার জন্য ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর গ্রেপ্তার চারজন ঝন্টুর ওপর হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সাভারের নবীনগর এলাকা থেকে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনার পর থেকে তারা সাভারে অবস্থান করছিল। সেখানে টাইলসের কাজ করত। গ্রেপ্তারদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫