রাজশাহী প্রতিনিধি

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাজশাহীর শাখাপ্রধান আব্দুল মোত্তালিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (০২ জানুয়ারি) আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী এক অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
আইসিবির সাময়িক বরখাস্ত হওয়া উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সম্প্রতি অর্জিত ছুটি (ইএল) নিয়ে জেলে গিয়েছিলেন। দুর্নীতির মামলায় তিনি জেলে গেলেও বিষয়টি গোপন রেখেছিলেন। এ নিয়ে গত ২৮ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘অর্জিত ছুটি নিয়ে কারাগারে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
ছুটি নিয়ে জেলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ২৬ ডিসেম্বর আব্দুল মোত্তালিব বলেন, এটি তাঁর ব্যক্তিগত বিষয়। কোন অসুবিধা দেখলে পরিচালনা পর্ষদ ব্যবস্থা নেবে। এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলার কিছু নেই। সাময়িক বরখাস্তের বিষয়ে কথা বলার জন্য রোববার রাতে ফোন করা হলে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এরই মাঝে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশের কপিটি পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি শুধু খোরাকি ভাতা পাবেন। আদেশে আব্দুল মোত্তালিবকে প্রধান আইসিবির কার্যালয়ের ডিসিপ্লিন, প্রিভেন্স ও আপিল বিভাগে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার কানোপাড়া সাজুরিয়া গ্রামের মৎস্যচাষি আব্দুল বারিক মণ্ডলের নামে ২০১১ সালে আইসিবি থেকে ৯৩ লাখ ২০ হাজার টাকা ঋণ মঞ্জুর করা হয়েছিল। তবে নথিপত্র জাল করে প্রথম কিস্তির ২৭ লাখ টাকা তুলে নেন রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গোবিন্দপাড়া গ্রামের গোলাম মোর্শেদ হক। এ কাজে সহায়তার অভিযোগ ওঠে রাজশাহী শাখা প্রধান আব্দুল মোত্তালিব ও প্রধান কার্যালয়ের এজিএম আহম্মদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন বারিক।
মামলাটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম। তিনি ২০১৯ সালের ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু দীর্ঘদিন পলাতক থাকেন মোত্তালিব। অবশেষে মামলার নির্ধারিত দিন গত বছরের ১৬ সেপ্টেম্বর তিনি রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২৮ সেপ্টেম্বর উচ্চ আদালত তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৩০ সেপ্টেম্বর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।
আব্দুল মোত্তালিব যেদিন কারাগারে যান, সেদিনও তিনি হাজিরা খাতায় সই করেছেন। দিনটি ছিল ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। পরের দুই দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি। আব্দুল মোত্তালিব রোববার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে ১২ দিনের অর্জিত ছুটির আবেদন দেন। ১৪ সেপ্টেম্বর এ আবেদন দেন তিনি। ছুটির আবেদনে পৈতৃক জমিজমা ভাগ-বাঁটোয়ারা, খাজনা পরিশোধ এবং সীমানা প্রাচীর নির্মাণসহ পারিবারিক কাজে গ্রামের বাড়ি যাওয়ার কথা উল্লেখ করা হয়।
গ্রামে না গিয়ে তিনি আদালতের মাধ্যমে গিয়েছিলে কারাগারে। মোত্তালিব যেদিন জেলে যান, সেদিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জেল থেকে বের হওয়ার পর তিনি দিব্যি অফিস করছিলেন। জেলে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানতেও দেননি।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাজশাহীর শাখাপ্রধান আব্দুল মোত্তালিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (০২ জানুয়ারি) আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন গাজী এক অফিস আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করেন।
আইসিবির সাময়িক বরখাস্ত হওয়া উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সম্প্রতি অর্জিত ছুটি (ইএল) নিয়ে জেলে গিয়েছিলেন। দুর্নীতির মামলায় তিনি জেলে গেলেও বিষয়টি গোপন রেখেছিলেন। এ নিয়ে গত ২৮ ডিসেম্বর আজকের পত্রিকায় ‘অর্জিত ছুটি নিয়ে কারাগারে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
ছুটি নিয়ে জেলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ২৬ ডিসেম্বর আব্দুল মোত্তালিব বলেন, এটি তাঁর ব্যক্তিগত বিষয়। কোন অসুবিধা দেখলে পরিচালনা পর্ষদ ব্যবস্থা নেবে। এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলার কিছু নেই। সাময়িক বরখাস্তের বিষয়ে কথা বলার জন্য রোববার রাতে ফোন করা হলে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এরই মাঝে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশের কপিটি পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি শুধু খোরাকি ভাতা পাবেন। আদেশে আব্দুল মোত্তালিবকে প্রধান আইসিবির কার্যালয়ের ডিসিপ্লিন, প্রিভেন্স ও আপিল বিভাগে অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীর বাগমারা উপজেলার কানোপাড়া সাজুরিয়া গ্রামের মৎস্যচাষি আব্দুল বারিক মণ্ডলের নামে ২০১১ সালে আইসিবি থেকে ৯৩ লাখ ২০ হাজার টাকা ঋণ মঞ্জুর করা হয়েছিল। তবে নথিপত্র জাল করে প্রথম কিস্তির ২৭ লাখ টাকা তুলে নেন রাজশাহীর পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গোবিন্দপাড়া গ্রামের গোলাম মোর্শেদ হক। এ কাজে সহায়তার অভিযোগ ওঠে রাজশাহী শাখা প্রধান আব্দুল মোত্তালিব ও প্রধান কার্যালয়ের এজিএম আহম্মদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন বারিক।
মামলাটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম। তিনি ২০১৯ সালের ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু দীর্ঘদিন পলাতক থাকেন মোত্তালিব। অবশেষে মামলার নির্ধারিত দিন গত বছরের ১৬ সেপ্টেম্বর তিনি রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২৮ সেপ্টেম্বর উচ্চ আদালত তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৩০ সেপ্টেম্বর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।
আব্দুল মোত্তালিব যেদিন কারাগারে যান, সেদিনও তিনি হাজিরা খাতায় সই করেছেন। দিনটি ছিল ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। পরের দুই দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি। আব্দুল মোত্তালিব রোববার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে ১২ দিনের অর্জিত ছুটির আবেদন দেন। ১৪ সেপ্টেম্বর এ আবেদন দেন তিনি। ছুটির আবেদনে পৈতৃক জমিজমা ভাগ-বাঁটোয়ারা, খাজনা পরিশোধ এবং সীমানা প্রাচীর নির্মাণসহ পারিবারিক কাজে গ্রামের বাড়ি যাওয়ার কথা উল্লেখ করা হয়।
গ্রামে না গিয়ে তিনি আদালতের মাধ্যমে গিয়েছিলে কারাগারে। মোত্তালিব যেদিন জেলে যান, সেদিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জেল থেকে বের হওয়ার পর তিনি দিব্যি অফিস করছিলেন। জেলে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানতেও দেননি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে