রাজশাহী প্রতিনিধি

সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
জানা যায়, সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ। এরপর ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অশ্লীল অডিও কথোপকথন ফাঁসের ঘটনায় বেকায়দায় পড়েন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। হারান জামালপুর জেলা আওয়ামী লীগের পদ। এরই মধ্যে জামালপুর-৪ আসনের সাংসদ বিদেশে পাড়ি দিয়েছেন।
মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, ‘শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে যে ধরনের অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত ঘৃণ্য। এ ধরনের নারীবিদ্বেষী বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। সুবিচার পাব বলে আশা করছি।’
আইনজীবী ইসমত আরা বলেন, ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর কথা বলার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে এ ব্যাপারে আদালত আদেশ দিতে পারেন।
আদালতে মামলার বাদীর সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদীসহ বগুড়া ও রাজশাহীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও ভার্চুয়াল টকশোর উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা। সাইফুল ইসলাম বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
জানা যায়, সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মুরাদ। এরপর ঢাকাই সিনেমার এক নায়িকার সঙ্গে অশ্লীল অডিও কথোপকথন ফাঁসের ঘটনায় বেকায়দায় পড়েন তিনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। হারান জামালপুর জেলা আওয়ামী লীগের পদ। এরই মধ্যে জামালপুর-৪ আসনের সাংসদ বিদেশে পাড়ি দিয়েছেন।
মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, ‘শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে যে ধরনের অশ্লীল ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন, তা অত্যন্ত ঘৃণ্য। এ ধরনের নারীবিদ্বেষী বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে মামলাটি দায়ের করা হয়েছে। সুবিচার পাব বলে আশা করছি।’
আইনজীবী ইসমত আরা বলেন, ভার্চুয়াল টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর কথা বলার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরে এ ব্যাপারে আদালত আদেশ দিতে পারেন।
আদালতে মামলার বাদীর সঙ্গে রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদীসহ বগুড়া ও রাজশাহীর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে