Ajker Patrika

চেক জালিয়াতির ৪ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৬: ১১
চেক জালিয়াতির ৪ মামলায় স্কুলশিক্ষক কারাগারে

রাজশাহীর চারঘাটে চেক জালিয়াতির ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমদাদুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তারকৃত ইমদাদুল হক উপজেলার নিমপাড়া গ্রামের মৃত আতাহার আলীর ছেলে। তিনি নিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 

জানা যায়, ইমদাদুল হক স্থানীয় একাধিক ব্যক্তির কাছে থেকে চাকরি দেওয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে চেকের মাধ্যমে টাকা আত্মসাৎ করেছিলেন। পরে ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত চারটি মামলায় তাঁর সাজা হয়। 

পুলিশ জানান, ইমদাদুল হক চারটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। দায়েরকৃত একটি মামলায় ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটিতে ১৩ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, একটি মামলায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, চেক জালিয়াতির চার মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইমদাদুল হক পলাতক ছিলেন। আজ বেলা ১২টার দিকে পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম কিবরিয়া ও সহকারী পরিদর্শক মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিমপাড়া বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে দুপুর দেড়টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

চারঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, এখন পর্যন্ত ইমদাদুল হকের গ্রেপ্তারের বিষয়ে তাঁকে কেউ জানাননি। তাই কি কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন বা কারাগারে গেছেন সে বিষয়ে তিনি অবগত নয়। তবে বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন শিক্ষা কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত