Ajker Patrika

মান্দায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
মান্দায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে অভিযান চালিয়ে ওই মাদ্রাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। মাদ্রাসা শিক্ষককে আটকের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে হইচই পড়ে যায়। 

আটক হাফিজুর রহমান কাঁশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া কানাইপাড়া গ্রামের মোহর পেয়াদার ছেলে। তিনি দীর্ঘ তিন বছর ধরে একক নেতৃত্বে ওই মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন। এটি একটি আবাসিক মাদ্রাসা। সেখানে ৫০ জন মেয়ে শিশু শিক্ষার্থী পড়াশোনা করে। 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার জানায়, শনিবার রাত ১১টার দিকে টয়লেটে যায় ওই শিক্ষার্থী। এ সময় হুজুর কৌশলে তাঁর কক্ষে ডেকে নিয়ে যায় তাকে। সেখানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন। আজ রোববার সকালে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি জানায় সে। পরে তাঁরা পরিবারের সদস্যরা ঘটনাটি পুলিশকে জানায়। 

গ্রামের বাসিন্দা গোলাম রাব্বানী জানান, মাদ্রাসাটি তিন বছর আগে প্রতিষ্ঠিত হলেও পরিচালনা কমিটি নেই। হাফিজুর রহমান একক নেতৃত্ব দিয়ে এটি পরিচালনা করেন। গ্রামের লোকজনকে তোয়াক্কাই করেন না। মাদ্রাসাটি কীভাবে পরিচালিত হয় তাও জানেন না তাঁরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক নারী জানান, মাদ্রাসাটিতে পাঠদানের জন্য দুজন নারী শিক্ষক ছিলেন। রোববার সকালে তাঁরা মাদ্রাসার চাকরি ছেড়ে চলে যান। যাওয়ার আগে আশপাশের নারীদের কাছে দুই শিক্ষক বলেন মাদ্রাসা প্রধানের স্বভাব-চরিত্র ভালো নয়। এ জন্য তাঁরা চাকরি ছেড়ে চলে যাচ্ছে। এরপর এলাকাজুড়ে কানাঘুষা শুরু হয়। 

ওই মাদ্রাসার এক শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার বিকেলে হুজুরের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে এক শিক্ষার্থীর সঙ্গে শনিবার রাতে ওই শিক্ষক খারাপ আচরণ করে। মাঝে মধ্যে ওই শিক্ষক তার গায়েও হাত দিত। ভয়ে কাউকে কিছুই জানাতে পারেনি বলে জানায় সে। 

মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বিষয়টি জানার পর অভিযান চালিয়ে মহিলা হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত