মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ছয় মাস আগে সৌদি আরবে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল আহমেদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত্যুর দীর্ঘ সময় পর আইনি প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার ভোরে কফিনবন্দি মরদেহ তাঁর বাড়িতে আনা হয়। পরে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত শাকিল আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ছবিলাপুরের সুবাহান আলীর ছেলে।
জানা যায়, সৌদি আরবে ২০২১ সালের জুলাই মাসে খুন হন শাকিল আহমেদ। সংসারের অভাব ঘোচাতে অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেকে জন্মসনদে বয়স বাড়িয়ে সুদের টাকায় প্রবাসে পাঠান বাবা সুবাহান। স্বপ্ন ছিল অভাবের সংসারে আনবে সচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন কফিনবন্দী হয়ে দেশে ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের দুই ভাই ও এক বোন নিয়ে তাঁদের অভাবের সংসার। তাঁর বাবা অসুস্থ, তেমন কোনো কাজ করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া শেষ করে জন্মসনদে বয়স বাড়িয়ে সুদে টাকা নিয়ে ২০১৮ সালে সৌদি আরবে যান শাকিল আহমেদ।
নিহতের বড় ভাই সাইদুর ইসলাম বলেন, সৌদি আরবের বুরইদের আল-কাশিমে একটি কোম্পানিতে চাকরি করতেন শাকিল। একটি রুমে থাকতেন তিন বাংলাদেশি। তাঁর সঙ্গে বাংলাদেশি একজনের টাকা নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। পরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শাকিলকে ছুরিকাঘাত করে খুন করেন ওই বাংলাদেশি। ঘটনাস্থলেই মারা যান শাকিল। পরে তাঁর সঙ্গে থাকা দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা সৌদি আরবের জেলে আছেন।
সাইদুর ইসলাম আরও বলেন, ‘আমিও বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দালালকে টাকা দেই। ভাইয়ের মৃত্যুর খবর শুনে নিজেও বিদেশে যাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু দালাল আমার জমা দেওয়া টাকা এখনো ফেরত দেয়নি। এখন ঋণের বোঝা ও ভাইয়ের মৃত্যু নিয়ে দিশেহারা হয়ে পড়েছি।’
নিহতের মা রোকেয়া বেগম বলেন, ‘আমার ছেলে অনেক ভালো ছিল। তাঁর সঙ্গে কারও কোনো ঝগড়া ছিল না। মরার আগেও আমার সঙ্গে কথা কইছে। আমার ছেলেকে কেন মারল কিছুই জানি না। আমার ছেলেকে যে মারছে, তার ফাঁসি চাই। আল্লাহ আমার ছেলেকে যে খুন করছে, তার ফাঁসি হোক।’
নিহতের মা আরও বলেন, ‘আমার এই অভাবের সংসার এখন কেমনে চলবে আল্লাহ জানে। আমার বড় ছেলে অটো চলায়। তার টেকা দিয়েই কোনোমতে বাইছে আছি। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করত, তাইলে হয়তো একটু চলতে পারতাম।’
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, ‘মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। অসহায় পরিবার বলে শুনেছি। ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে ওই পরিবারকে সহযোগিতা করা হবে।

ছয় মাস আগে সৌদি আরবে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল আহমেদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়। মৃত্যুর দীর্ঘ সময় পর আইনি প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার ভোরে কফিনবন্দি মরদেহ তাঁর বাড়িতে আনা হয়। পরে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত শাকিল আহমেদ জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ছবিলাপুরের সুবাহান আলীর ছেলে।
জানা যায়, সৌদি আরবে ২০২১ সালের জুলাই মাসে খুন হন শাকিল আহমেদ। সংসারের অভাব ঘোচাতে অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেকে জন্মসনদে বয়স বাড়িয়ে সুদের টাকায় প্রবাসে পাঠান বাবা সুবাহান। স্বপ্ন ছিল অভাবের সংসারে আনবে সচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন কফিনবন্দী হয়ে দেশে ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের দুই ভাই ও এক বোন নিয়ে তাঁদের অভাবের সংসার। তাঁর বাবা অসুস্থ, তেমন কোনো কাজ করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়া শেষ করে জন্মসনদে বয়স বাড়িয়ে সুদে টাকা নিয়ে ২০১৮ সালে সৌদি আরবে যান শাকিল আহমেদ।
নিহতের বড় ভাই সাইদুর ইসলাম বলেন, সৌদি আরবের বুরইদের আল-কাশিমে একটি কোম্পানিতে চাকরি করতেন শাকিল। একটি রুমে থাকতেন তিন বাংলাদেশি। তাঁর সঙ্গে বাংলাদেশি একজনের টাকা নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। পরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় শাকিলকে ছুরিকাঘাত করে খুন করেন ওই বাংলাদেশি। ঘটনাস্থলেই মারা যান শাকিল। পরে তাঁর সঙ্গে থাকা দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তাঁরা সৌদি আরবের জেলে আছেন।
সাইদুর ইসলাম আরও বলেন, ‘আমিও বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দালালকে টাকা দেই। ভাইয়ের মৃত্যুর খবর শুনে নিজেও বিদেশে যাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু দালাল আমার জমা দেওয়া টাকা এখনো ফেরত দেয়নি। এখন ঋণের বোঝা ও ভাইয়ের মৃত্যু নিয়ে দিশেহারা হয়ে পড়েছি।’
নিহতের মা রোকেয়া বেগম বলেন, ‘আমার ছেলে অনেক ভালো ছিল। তাঁর সঙ্গে কারও কোনো ঝগড়া ছিল না। মরার আগেও আমার সঙ্গে কথা কইছে। আমার ছেলেকে কেন মারল কিছুই জানি না। আমার ছেলেকে যে মারছে, তার ফাঁসি চাই। আল্লাহ আমার ছেলেকে যে খুন করছে, তার ফাঁসি হোক।’
নিহতের মা আরও বলেন, ‘আমার এই অভাবের সংসার এখন কেমনে চলবে আল্লাহ জানে। আমার বড় ছেলে অটো চলায়। তার টেকা দিয়েই কোনোমতে বাইছে আছি। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করত, তাইলে হয়তো একটু চলতে পারতাম।’
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম লিটু বলেন, ‘মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। অসহায় পরিবার বলে শুনেছি। ঋণ করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে ওই পরিবারকে সহযোগিতা করা হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে