নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বড় ছেলের কাঠের গুঁড়ির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পানিহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেলা দেড়টার দিকে অভিযুক্ত ওই ছেলেকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত ওই মায়ের নাম সহুরা খাতুন (৪৩)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের মো. সাহের আলীর স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মো. জহুরুল ইসলাম (২৮)।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাহের আলী ও সহুরা খাতুন দম্পতির তিন সন্তান রয়েছে। আজ বেলা ১১টার দিকে সাহের আলী বাড়ি থেকে বের হন। এ সময় বড় ছেলে জহুরুল তাঁর মেয়ে বিন্দুকে মারতে থাকেন। সহুরা খাতুন মারতে নিষেধ করলে জহুরুল মায়ের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মা-ছেলের কথা-কাটাকাটির একপর্যায়ে জহুরুল হাতের কাছে থাকা কাঠের গুঁড়ি দিয়ে সহুরার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা সহুরার মৃত্যু হয়।
এরপর জহুরুল বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে সাহের আলী বাড়িতে এসে উঠানে স্ত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসী পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকুনা গ্রামের বোনজামাইয়ের বাড়ি থেকে জহুরুলকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাদশা বলেন, ‘ছেলের হাতে কাঠের গুঁড়ির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ সময় কেউ বাড়িতে ছিল না। আমি ওই বাড়িতে আছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বড় ছেলের কাঠের গুঁড়ির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পানিহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেলা দেড়টার দিকে অভিযুক্ত ওই ছেলেকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহত ওই মায়ের নাম সহুরা খাতুন (৪৩)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের মো. সাহের আলীর স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম মো. জহুরুল ইসলাম (২৮)।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাহের আলী ও সহুরা খাতুন দম্পতির তিন সন্তান রয়েছে। আজ বেলা ১১টার দিকে সাহের আলী বাড়ি থেকে বের হন। এ সময় বড় ছেলে জহুরুল তাঁর মেয়ে বিন্দুকে মারতে থাকেন। সহুরা খাতুন মারতে নিষেধ করলে জহুরুল মায়ের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মা-ছেলের কথা-কাটাকাটির একপর্যায়ে জহুরুল হাতের কাছে থাকা কাঠের গুঁড়ি দিয়ে সহুরার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মা সহুরার মৃত্যু হয়।
এরপর জহুরুল বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে সাহের আলী বাড়িতে এসে উঠানে স্ত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসী পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বারালিয়াকুনা গ্রামের বোনজামাইয়ের বাড়ি থেকে জহুরুলকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমানুল্লাহ বাদশা বলেন, ‘ছেলের হাতে কাঠের গুঁড়ির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ সময় কেউ বাড়িতে ছিল না। আমি ওই বাড়িতে আছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১২ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২১ দিন আগে