মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে মেহেদি হাসান সুজাত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পৌর শহরের আখড়া রোড থেকে গ্রেপ্তার করা হয় সুজাতকে।
গ্রেপ্তার মেহেদি হাসান সুজাত বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের আ. হাশিমের ছেলে। জানা গেছে, মোটরসাইকেলের মালিক রফিকুল ইসলামের বাড়ি বারহাট্টা উপজেলার চাটটা গ্রামে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মোহনগঞ্জে কর্মরত। সুজাত আর রফিকুল দুজন বন্ধু ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের আখড়া রোডে আনন্দ হোটেলের সামনে মোটরসাইকেল রেখে কাজে যান রফিকুল। পরে দুপুর ২টার দিকে এসে দেখেন মোটরসাইকেল নেই। দিনভর খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানান। এ সময় সুজাতও তাঁর সঙ্গে থানায় যান অভিযোগ জানাতে। পরে আশপাশের সিসি ক্যামেরায় স্পষ্ট কারও চেহারা না দেখা গেলেও মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সুজাতের শার্টের কিছু অংশ দেখা যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি।
অভিযানের নেতৃত্বে থাকা মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘আশপাশের দোকানে সিসি ক্যামেরা আছে জেনেই এদিন বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ যেতেই মোটরসাইকেল নিয়ে পালান সুজাত। পরে পুরোটা সময় মোটরসাইকেলের মালিকের সঙ্গে খোঁজাখুঁজিও করেন তিনি। এমনকি থানায় অভিযোগ করার সময়ও তিনি সঙ্গে ছিলেন। বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরায় ভিডিও থাকবে না এটা তিনি নিশ্চিত ছিলেন। পরে একপর্যায়ে পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সামান্য একটু দৃশ্য ধরা পড়ে। এতে কারও চেহারা স্পষ্ট বোঝা না গেলেও সুজাতের শার্টের একটু অংশ দেখতে পাই। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের নামে মামলা করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নেত্রকোনার মোহনগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে মেহেদি হাসান সুজাত (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে পৌর শহরের আখড়া রোড থেকে গ্রেপ্তার করা হয় সুজাতকে।
গ্রেপ্তার মেহেদি হাসান সুজাত বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের আ. হাশিমের ছেলে। জানা গেছে, মোটরসাইকেলের মালিক রফিকুল ইসলামের বাড়ি বারহাট্টা উপজেলার চাটটা গ্রামে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মোহনগঞ্জে কর্মরত। সুজাত আর রফিকুল দুজন বন্ধু ছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের আখড়া রোডে আনন্দ হোটেলের সামনে মোটরসাইকেল রেখে কাজে যান রফিকুল। পরে দুপুর ২টার দিকে এসে দেখেন মোটরসাইকেল নেই। দিনভর খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় বিষয়টি পুলিশকে জানান। এ সময় সুজাতও তাঁর সঙ্গে থানায় যান অভিযোগ জানাতে। পরে আশপাশের সিসি ক্যামেরায় স্পষ্ট কারও চেহারা না দেখা গেলেও মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সুজাতের শার্টের কিছু অংশ দেখা যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি।
অভিযানের নেতৃত্বে থাকা মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘আশপাশের দোকানে সিসি ক্যামেরা আছে জেনেই এদিন বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ যেতেই মোটরসাইকেল নিয়ে পালান সুজাত। পরে পুরোটা সময় মোটরসাইকেলের মালিকের সঙ্গে খোঁজাখুঁজিও করেন তিনি। এমনকি থানায় অভিযোগ করার সময়ও তিনি সঙ্গে ছিলেন। বিদ্যুৎ না থাকায় সিসি ক্যামেরায় ভিডিও থাকবে না এটা তিনি নিশ্চিত ছিলেন। পরে একপর্যায়ে পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার সামান্য একটু দৃশ্য ধরা পড়ে। এতে কারও চেহারা স্পষ্ট বোঝা না গেলেও সুজাতের শার্টের একটু অংশ দেখতে পাই। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সব স্বীকার করেন তিনি। তাঁর দেওয়া তথ্যে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সুজাতের নামে মামলা করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১৩ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৪ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৪ দিন আগে