ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মইনুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে। ওই নারীকে নিজেকে মইনুলের স্ত্রী বলে দাবি করেছেন।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্মকর্তা মইনুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকে কর্মরত। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক নারীর নাম শামীমা আক্তার (৩৫)। আহত ব্যাংক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় বাগ্বিতণ্ডা করতে দেখা যায় অভিযুক্ত শামীমা আক্তার ও আহত মাইনুল ইসলামকে। এর কিছুক্ষণ পর মাইনুল দৌড়াতে দৌড়াতে ঝালচত্বর এলাকায় ‘বাঁচান বাঁচান’ বলে চিৎকার করেন। তাঁর গলায় জখম দেখে উপস্থিত অন্য কর্মকর্তারা তাঁকে ইবি মেডিকেলে নিয়ে যান। অভিযুক্ত নারী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাঁকে ধরে ফেলে। পরে প্রশাসনিক ভবনে আটকে রাখা হয়।
অভিযুক্ত শামীমা আক্তার দাবি করেন, তিনি মইনুলের স্ত্রী। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি আমার স্বামী। কিন্তু মইনুল হোসেন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করেন না। আমি তাঁকে গলায় জখম করিনি বরং মইনুল আমাকে জখম করে হত্যার চেষ্টা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংক ইবি শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান হাসিব বলেন, ‘মামলার প্রক্রিয়া চলমান। ওই কর্মকর্তার স্ত্রী এখন তাঁর সঙ্গে কুষ্টিয়া হাসপাতালে আছেন। তিনি এলে থানায় মামলা করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। পুলিশ ওই নারীকে আটক করেছে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ‘প্রশাসনিক ভবন এলাকায় মাইনুল নামের ব্যাংক কর্মকর্তার গলায় এক নারী ধারালো কিছু দিয়ে পোঁচ দিয়ে জখম করেছেন—এমন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীকে আপাতত থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মইনুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে। ওই নারীকে নিজেকে মইনুলের স্ত্রী বলে দাবি করেছেন।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্মকর্তা মইনুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংকে কর্মরত। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক নারীর নাম শামীমা আক্তার (৩৫)। আহত ব্যাংক কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় বাগ্বিতণ্ডা করতে দেখা যায় অভিযুক্ত শামীমা আক্তার ও আহত মাইনুল ইসলামকে। এর কিছুক্ষণ পর মাইনুল দৌড়াতে দৌড়াতে ঝালচত্বর এলাকায় ‘বাঁচান বাঁচান’ বলে চিৎকার করেন। তাঁর গলায় জখম দেখে উপস্থিত অন্য কর্মকর্তারা তাঁকে ইবি মেডিকেলে নিয়ে যান। অভিযুক্ত নারী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন তাঁকে ধরে ফেলে। পরে প্রশাসনিক ভবনে আটকে রাখা হয়।
অভিযুক্ত শামীমা আক্তার দাবি করেন, তিনি মইনুলের স্ত্রী। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তিনি আমার স্বামী। কিন্তু মইনুল হোসেন আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করেন না। আমি তাঁকে গলায় জখম করিনি বরং মইনুল আমাকে জখম করে হত্যার চেষ্টা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংক ইবি শাখার ব্যবস্থাপক হাসিবুজ্জামান হাসিব বলেন, ‘মামলার প্রক্রিয়া চলমান। ওই কর্মকর্তার স্ত্রী এখন তাঁর সঙ্গে কুষ্টিয়া হাসপাতালে আছেন। তিনি এলে থানায় মামলা করা হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা ঘটনা শুনে সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। পুলিশ ওই নারীকে আটক করেছে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বিপ্লব বলেন, ‘প্রশাসনিক ভবন এলাকায় মাইনুল নামের ব্যাংক কর্মকর্তার গলায় এক নারী ধারালো কিছু দিয়ে পোঁচ দিয়ে জখম করেছেন—এমন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীকে আপাতত থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে