
যশোরের মনিরামপুরে আমন ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এর আগে আজ সকাল ১০টার দিকে মরদেহটি দেখতে পান খেতের মালিক।
থানা-পুলিশ উপজেলার চালকিডাঙা সিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের গোলাম হোসেন গাজীর খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ও বাম পায়ের হাঁটুর একটু ওপর থেকে নিচ পর্যন্ত অংশ নেই। পরনে নীল রঙের জিনসের প্যান্ট রয়েছে। মুখ পচে গলে যাওয়ায় ওই যুবককে কেউ চিনতে পারছেন না। তাই লাশের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে ৫-৭ দিন আগে ওই যুবককে কেউ শ্বাসরোধে হত্যা করে ধান খেতে ফেলে গেছেন।
ধান খেতের মালিক গোলাম হোসেন বলেন, আজ সকাল ১০টার দিকে ধান খেতের পাশের আরেকটি জমিতে সবজি (ঢ্যাঁড়স) তুলতে আসি। হঠাৎ ধান খেতে চোখ যায়। কিছু ধান নিচু করা দেখে এগিয়ে যাই। দেখি মানুষের লাশ পড়ে আছে। তখন ভয়ে চিৎকার দিলে মাঠে থাকা অন্য কৃষকেরা এগিয়ে আসেন।
মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, মরদেহ পচে গলে যাওয়ায় তাঁকে চেনা যাচ্ছে না। ঘটনাটি ৫-৬ দিন আগে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াহেদুজ্জামান আরও বলেন, ওই যুবকের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের খোঁজে বা পরিচয় নিয়ে এখনো কেউ আসেননি।

যশোরের মনিরামপুরে আমন ধানখেত থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এর আগে আজ সকাল ১০টার দিকে মরদেহটি দেখতে পান খেতের মালিক।
থানা-পুলিশ উপজেলার চালকিডাঙা সিটিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পূর্বপাশের গোলাম হোসেন গাজীর খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ও বাম পায়ের হাঁটুর একটু ওপর থেকে নিচ পর্যন্ত অংশ নেই। পরনে নীল রঙের জিনসের প্যান্ট রয়েছে। মুখ পচে গলে যাওয়ায় ওই যুবককে কেউ চিনতে পারছেন না। তাই লাশের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মরদেহ দেখে মনে হচ্ছে ৫-৭ দিন আগে ওই যুবককে কেউ শ্বাসরোধে হত্যা করে ধান খেতে ফেলে গেছেন।
ধান খেতের মালিক গোলাম হোসেন বলেন, আজ সকাল ১০টার দিকে ধান খেতের পাশের আরেকটি জমিতে সবজি (ঢ্যাঁড়স) তুলতে আসি। হঠাৎ ধান খেতে চোখ যায়। কিছু ধান নিচু করা দেখে এগিয়ে যাই। দেখি মানুষের লাশ পড়ে আছে। তখন ভয়ে চিৎকার দিলে মাঠে থাকা অন্য কৃষকেরা এগিয়ে আসেন।
মনিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, মরদেহ পচে গলে যাওয়ায় তাঁকে চেনা যাচ্ছে না। ঘটনাটি ৫-৬ দিন আগে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়াহেদুজ্জামান আরও বলেন, ওই যুবকের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহের খোঁজে বা পরিচয় নিয়ে এখনো কেউ আসেননি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫