কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর মালিয়াট প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হারুনর-অর-রশীদের (২৭) বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে এ বিষয়ে ওই ছাত্রের মা থানায় অভিযোগ করেন। এর আগে ২০ মে সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হারুন-অর-রশীদ মালিয়াট পূর্বপাড়া গ্রামের পাগা প্রামাণিকের ছেলে। তিনি ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী ওই ছাত্র বলে, ‘হারুন ভাই আমাকে ২০ মে স্কুলে ডেকে নিয়ে এ কাজ করেন। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন। এর আগেও দুইবার এমন কাজ করেছেন তিনি।’
ভুক্তভোগীর মা বলেন, ‘গত শুক্রবার আমার ছেলেকে গোসল করানোর সময় বিশেষাঙ্গে খুব ব্যথা অনুভব করে। ছেলেকে ব্যথার কারণ জিজ্ঞেস করলে তখন বিষয়টি জানতে পারি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। মামলা দায়েরও করব।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, দপ্তরি হারুন একজন চরিত্রহীন লোক। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে টাকা দিয়ে সমস্যা সমাধান হয়ে যায় বিধায় হারুন আবারও এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।
অভিযোগ অস্বীকার করে দপ্তরি হারুন বলেন, ‘আমি এমন কাজ করিনি। আমাকে চাকরিচ্যুত করার জন্য একশ্রেণির স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্র করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন বলেন, ‘হারুনের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও শুনেছি। আজ আবার এমন অভিযোগ শুনেছি। যেহেতু স্কুল চলাকালীন কোনো ঘটনা ঘটেনি। সেহেতু এর দায়ভার বিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। এখন আইনানুগভাবে যা করার তাই করা হোক।’
সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, দপ্তরি হারুন ছুটির দিনে বিদ্যালয় খুলে জুয়ার আসর বসানোসহ নানা অনৈতিক কাজে লিপ্ত হন বলে সত্যতা আছে। এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

কুষ্টিয়ার কুমারখালীর মালিয়াট প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হারুনর-অর-রশীদের (২৭) বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে এ বিষয়ে ওই ছাত্রের মা থানায় অভিযোগ করেন। এর আগে ২০ মে সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হারুন-অর-রশীদ মালিয়াট পূর্বপাড়া গ্রামের পাগা প্রামাণিকের ছেলে। তিনি ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী ওই ছাত্র বলে, ‘হারুন ভাই আমাকে ২০ মে স্কুলে ডেকে নিয়ে এ কাজ করেন। বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন। এর আগেও দুইবার এমন কাজ করেছেন তিনি।’
ভুক্তভোগীর মা বলেন, ‘গত শুক্রবার আমার ছেলেকে গোসল করানোর সময় বিশেষাঙ্গে খুব ব্যথা অনুভব করে। ছেলেকে ব্যথার কারণ জিজ্ঞেস করলে তখন বিষয়টি জানতে পারি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি। মামলা দায়েরও করব।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, দপ্তরি হারুন একজন চরিত্রহীন লোক। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অনেক অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে টাকা দিয়ে সমস্যা সমাধান হয়ে যায় বিধায় হারুন আবারও এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।
অভিযোগ অস্বীকার করে দপ্তরি হারুন বলেন, ‘আমি এমন কাজ করিনি। আমাকে চাকরিচ্যুত করার জন্য একশ্রেণির স্বার্থান্বেষী মহল গভীর ষড়যন্ত্র করছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন বলেন, ‘হারুনের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও শুনেছি। আজ আবার এমন অভিযোগ শুনেছি। যেহেতু স্কুল চলাকালীন কোনো ঘটনা ঘটেনি। সেহেতু এর দায়ভার বিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। এখন আইনানুগভাবে যা করার তাই করা হোক।’
সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বীপ বলেন, দপ্তরি হারুন ছুটির দিনে বিদ্যালয় খুলে জুয়ার আসর বসানোসহ নানা অনৈতিক কাজে লিপ্ত হন বলে সত্যতা আছে। এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে