Ajker Patrika

জীবননগরে সোয়া ৪০ লাখ টাকার সোনার বারসহ গ্রেপ্তার ১ 

জীবননগরে সোয়া ৪০ লাখ টাকার সোনার বারসহ গ্রেপ্তার ১ 

চুয়াডাঙ্গার জীবননগরে চায়না খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি সোনার বার জব্দ করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চায়না খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃত চায়না খাতুন উপজেলার হরিহরনগর গ্রামের মৃত শাহার আলী মণ্ডলের ছেলে আব্দুল হান্নানের স্ত্রী। 

অভিযান চালিয়ে টেলিভিশনের নিচে থেকে ৬টি সোনার বার উদ্ধার করা হয়জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুল হান্নানের বাড়িতে ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু সোনা মজুত রাখা হয়েছে। এ খবরের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুন্না বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার-ফোর্স নিয়ে গতকাল রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে টেলিভিশনের নিচে বিশেষ কৌশলে রাখা ৬টি সোনার বার উদ্ধার করি। 

অফিসার ইনচার্জ আরও বলেন, এ সময় চায়না খাতুনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আব্দুল হান্নান পুলিশের আনাগোনা টের পেয়ে আগেই পালিয়ে যায়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ১১ হাজার ৫০ টাকা। এ ঘটনার জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে চায়না খাতুনকে আদালতে সোপর্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত