বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ে দলিল নিবন্ধন করাতে শুধু সিরিয়াল নিতেই দুই হাজার টাকা লাগে বলে অভিযোগ উঠেছে। অন্যথায় কার্যালয় সহকারী দলিল-সংক্রান্ত কোনো কাগজপত্র জমা রাখেন না।
গতকাল বৃহস্পতিবার এসব অভিযোগে গ্রাহকসেবার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মো. তাওহিদুর রহমান নামের এক ব্যবসায়ী আইন মন্ত্রণালয়, বাগেরহাট জেলা প্রশাসক, জেলা সাবরেজিস্ট্রার, নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সাবরেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, তাওহিদুর রহমান ২৩ আগস্ট পূবালী ব্যাংকের একটি মটগেজ দলিল রেজিস্ট্রি সম্পাদনের জন্য চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। এ সময় চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সহকারী মো. আব্বাস আলী শেখ তাঁকে জানান, দলিল লেখক সমিতির সিরিয়াল ছাড়া তিনি দলিল জমা নিতে পারবেন না। তিনি (আব্বাস) তাঁকে দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মো. আলাউদ্দীন সরদারের কাছে যেতে বলেন। আলাউদ্দীন দলিল সম্পাদনের সিরিয়াল নিতে হলে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন।
দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মীর মাসুদ হুসাইন বলেন, ‘আমি এবং আলাউদ্দীন এখানে ক্যাশিয়ারের দায়িত্বে রয়েছি। বন্ধকি চুক্তি দলিলে সমিতির ফি বাবদ দুই হাজার টাকা জমা নেওয়া হয়।’
আব্বাস আলী শেখ বলেন, ‘দলিল লেখক সমিতির কাছে আমরা জিম্মি। তাঁদের থেকে সিরিয়াল না নিলে আমি কোনো দলিল জমা নিতে পারি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য আমি সাবরেজিস্ট্রারের সঙ্গে কথা বলব।’
জেলা সাবরেজিস্ট্রার রুহুল কুদ্দুস শিবলী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। অভিযোগটি আমলে নিয়েছি। দলিল লেখকদের সমস্যা, একটা জাতীয় সমস্যা।’

বাগেরহাটের চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ে দলিল নিবন্ধন করাতে শুধু সিরিয়াল নিতেই দুই হাজার টাকা লাগে বলে অভিযোগ উঠেছে। অন্যথায় কার্যালয় সহকারী দলিল-সংক্রান্ত কোনো কাগজপত্র জমা রাখেন না।
গতকাল বৃহস্পতিবার এসব অভিযোগে গ্রাহকসেবার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মো. তাওহিদুর রহমান নামের এক ব্যবসায়ী আইন মন্ত্রণালয়, বাগেরহাট জেলা প্রশাসক, জেলা সাবরেজিস্ট্রার, নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সাবরেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জানা গেছে, তাওহিদুর রহমান ২৩ আগস্ট পূবালী ব্যাংকের একটি মটগেজ দলিল রেজিস্ট্রি সম্পাদনের জন্য চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ে যান। এ সময় চিতলমারী সাবরেজিস্ট্রি কার্যালয়ের সহকারী মো. আব্বাস আলী শেখ তাঁকে জানান, দলিল লেখক সমিতির সিরিয়াল ছাড়া তিনি দলিল জমা নিতে পারবেন না। তিনি (আব্বাস) তাঁকে দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মো. আলাউদ্দীন সরদারের কাছে যেতে বলেন। আলাউদ্দীন দলিল সম্পাদনের সিরিয়াল নিতে হলে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন।
দলিল লেখক সমিতির ক্যাশিয়ার মীর মাসুদ হুসাইন বলেন, ‘আমি এবং আলাউদ্দীন এখানে ক্যাশিয়ারের দায়িত্বে রয়েছি। বন্ধকি চুক্তি দলিলে সমিতির ফি বাবদ দুই হাজার টাকা জমা নেওয়া হয়।’
আব্বাস আলী শেখ বলেন, ‘দলিল লেখক সমিতির কাছে আমরা জিম্মি। তাঁদের থেকে সিরিয়াল না নিলে আমি কোনো দলিল জমা নিতে পারি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য আমি সাবরেজিস্ট্রারের সঙ্গে কথা বলব।’
জেলা সাবরেজিস্ট্রার রুহুল কুদ্দুস শিবলী বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। অভিযোগটি আমলে নিয়েছি। দলিল লেখকদের সমস্যা, একটা জাতীয় সমস্যা।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে