কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় হরিণের মাংসসহ কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দীন আহম্মদের ভগ্নিপতিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
আটক দুজন হলেন কয়রা গ্রামের রাজু হোসেন (৩৫) এবং দেয়াড়া গ্রামের মো. রোকনুজ্জামান (২৩)। আটক রাজু হোসেন কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দীন আহম্মদের চাচাতো ভগ্নিপতি আর মো. রোকনুজ্জামান স্থানীয় মসজিদের ইমাম বলে জানা গেছে।
এদিকে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের ২১ দিনের মাথায় তা ভেঙে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটির সভাপতি ছিলেন মো. সালাউদ্দীন আহম্মদ। এই মাসেই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার কথা রয়েছে। আবারও ছাত্রলীগের সভাপতি হতে চান সালাউদ্দীন। অভিযোগ উঠেছে, এ জন্য বিভিন্ন জায়গায় উপঢৌকন হিসেবে দেওয়ার জন্য হরিণের মাংসের ব্যবস্থা করেছিলেন তিনি। ছাত্রলীগের একাধিক নেতা এই অভিযোগ করলেও তাঁদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দীন আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘হরিণের মাংসের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি বাড়িতে থাকি না। খুলনায় থেকে পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি করি। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রার প্রোগ্রামে আসার পর এই ঘটনা জানতে পারি। আমার আপন কোনো বোন নেই। আটক রাজু হোসেন আমার চাচাতো ভগ্নিপতি। তাঁর সঙ্গে আমার ১০-১২ বছর ধরে কথা হয় না। উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে সিভি জমা দেওয়ায় আমার বিপক্ষ প্রার্থীরা এই অপপ্রচার চালাচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণের ১৬ কেজি মাংসসহ দুজনকে আটক করা হয়েছে। বন্যপ্রাণী নিধন আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। আটক রাজু ছাত্রলীগ নেতার ভগ্নিপতি কি না খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুলনার কয়রায় হরিণের মাংসসহ কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দীন আহম্মদের ভগ্নিপতিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
আটক দুজন হলেন কয়রা গ্রামের রাজু হোসেন (৩৫) এবং দেয়াড়া গ্রামের মো. রোকনুজ্জামান (২৩)। আটক রাজু হোসেন কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দীন আহম্মদের চাচাতো ভগ্নিপতি আর মো. রোকনুজ্জামান স্থানীয় মসজিদের ইমাম বলে জানা গেছে।
এদিকে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের ২১ দিনের মাথায় তা ভেঙে দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটির সভাপতি ছিলেন মো. সালাউদ্দীন আহম্মদ। এই মাসেই উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার কথা রয়েছে। আবারও ছাত্রলীগের সভাপতি হতে চান সালাউদ্দীন। অভিযোগ উঠেছে, এ জন্য বিভিন্ন জায়গায় উপঢৌকন হিসেবে দেওয়ার জন্য হরিণের মাংসের ব্যবস্থা করেছিলেন তিনি। ছাত্রলীগের একাধিক নেতা এই অভিযোগ করলেও তাঁদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দীন আহম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘হরিণের মাংসের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি বাড়িতে থাকি না। খুলনায় থেকে পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতি করি। আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রার প্রোগ্রামে আসার পর এই ঘটনা জানতে পারি। আমার আপন কোনো বোন নেই। আটক রাজু হোসেন আমার চাচাতো ভগ্নিপতি। তাঁর সঙ্গে আমার ১০-১২ বছর ধরে কথা হয় না। উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে সিভি জমা দেওয়ায় আমার বিপক্ষ প্রার্থীরা এই অপপ্রচার চালাচ্ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে কাশিয়াবাদ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণের ১৬ কেজি মাংসসহ দুজনকে আটক করা হয়েছে। বন্যপ্রাণী নিধন আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। আটক রাজু ছাত্রলীগ নেতার ভগ্নিপতি কি না খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে