Ajker Patrika

মাগুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১০: ১০
মাগুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গুরার শ্রীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল মাগুরা সদর উপজেলার রামনগর থেকে তাঁদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল রানা ও তাঁর স্ত্রী রিয়া সুলতানা। জানা গেছে, সোহেল রানা কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসিরের নেতৃত্বে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে যুবলীগ নেতা সোহেল রানার ভাড়াবাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল ও তাঁর স্ত্রী রিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। 

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকান্দার আলি জানান, স্বামী-স্ত্রী মিলে তাঁরা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবির এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত