ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রীসহ দুই অভিযুক্তের বক্তব্য শুনল বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে নিরাপত্তা দিয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাঁর সহযোগী তাবাসসুম ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে দুজনকে আলাদাভাবে ডেকে প্রায় চার ঘণ্টা কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় ওই রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা লিখিত আকারে দেন তাঁরা। পরে বেলা একটার দিকে সানজিদা চৌধুরী অন্তরা বের হলেও বেলা দুইটায় বের হন তাবাসসুম ইসলাম।
এ সময় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তদন্ত কমিটিকে সব তথ্যপ্রমাণ জানিয়েছি। তদন্ত চলছে, এখন আমি কিছুই জানাতে চাচ্ছি না। তদন্ত শেষ হলে সবাই সঠিকটা জানতে পারব।’
আরেক অভিযুক্ত তাবাসসুম ইসলাম বলেন, ‘আমার যা বলার, আমি তদন্ত কমিটিকে বলে দিয়েছি। এ বিষয়ে আমি বাইরে কিছু বলতে চাচ্ছি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘আমরা তদন্তের কাজ অনেক দূর নিয়ে গেছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করতে পারব। তদন্তে যা পেয়েছি, তা বাইরে প্রকাশ করা যাবে না। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কে অভিযুক্ত, এটা এখন বলতে পারব না। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব।’
এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম।
এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির মুখোমুখি হন অভিযুক্ত দুই ছাত্রী।
এর আগে গত শনিবার তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছেন ভুক্তভোগী। এ সময় তিনি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাঁর সহযোগীদের বিচার চেয়ে তদন্ত কমিটির কাছে চার পৃষ্ঠার লিখিত বর্ণনা দেন।
বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন
এদিকে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। আজ সোমবার এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সদস্যরা হলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহবুব আলম।
এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারব বলে আশা রাখি।’

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রীসহ দুই অভিযুক্তের বক্তব্য শুনল বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। আজ সোমবার সকাল সাড়ে নয়টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে নিরাপত্তা দিয়ে অভিযুক্ত শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তাঁর সহযোগী তাবাসসুম ইসলামকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে দুজনকে আলাদাভাবে ডেকে প্রায় চার ঘণ্টা কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় ওই রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা লিখিত আকারে দেন তাঁরা। পরে বেলা একটার দিকে সানজিদা চৌধুরী অন্তরা বের হলেও বেলা দুইটায় বের হন তাবাসসুম ইসলাম।
এ সময় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তদন্ত কমিটিকে সব তথ্যপ্রমাণ জানিয়েছি। তদন্ত চলছে, এখন আমি কিছুই জানাতে চাচ্ছি না। তদন্ত শেষ হলে সবাই সঠিকটা জানতে পারব।’
আরেক অভিযুক্ত তাবাসসুম ইসলাম বলেন, ‘আমার যা বলার, আমি তদন্ত কমিটিকে বলে দিয়েছি। এ বিষয়ে আমি বাইরে কিছু বলতে চাচ্ছি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ‘আমরা তদন্তের কাজ অনেক দূর নিয়ে গেছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে তদন্তের কাজ শেষ করতে পারব। তদন্তে যা পেয়েছি, তা বাইরে প্রকাশ করা যাবে না। তবে অনেকখানি অগ্রগতি হয়েছে। কে অভিযুক্ত, এটা এখন বলতে পারব না। তদন্ত আমরা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব।’
এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান, সদস্য প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম।
এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির মুখোমুখি হন অভিযুক্ত দুই ছাত্রী।
এর আগে গত শনিবার তদন্ত কমিটির সঙ্গে কথা বলেছেন ভুক্তভোগী। এ সময় তিনি অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তাঁর সহযোগীদের বিচার চেয়ে তদন্ত কমিটির কাছে চার পৃষ্ঠার লিখিত বর্ণনা দেন।
বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন
এদিকে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। আজ সোমবার এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সদস্যরা হলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আ ন ম আবুজর গিফারী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাহবুব আলম।
এ বিষয়ে সহকারী অধ্যাপক শাহবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পারব বলে আশা রাখি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে