ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যৌনতায় অসম্মতি জানানোয় পাঁচ দিনের ব্যবধানে তিনজনকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ইয়াদ মোল্লা (৪৫)। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের বর্ণনা দেন ইয়াদ। তিনি নড়াইল জেলার বিলডুমুরতলা গ্রামের বাসিন্দা।
ইয়াদের বরাতে পুলিশ জানায়, কিছুদিন ধরে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন ইয়াদ। রাতেও এসব এলাকার স্কুল ও নির্জন স্থান বেছে নিতেন ঘুমানোর জন্য। প্রায় ১৫ দিন ধরে সদর উপজেলার লাউদিয়া এলাকায় রাত্রিযাপন করছিলেন ইয়াদ। সাম্প্রতিক সময়ে লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রাত্রিযাপন শুরু করেন সালাউদ্দিন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এ সময় সালাউদ্দিনকে সমকামিতার প্রস্তাব দেন ইয়াদ মোল্লা। তবে অনেক চেষ্টা করেও তাঁকে রাজি করাতে পারেননি। এক রাতে ঘুমাতে গিয়ে দেখেন তাঁর কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন সালাউদ্দিন। তখন পার্শ্ববর্তী মাঠ থেকে মেহগনির ডাল এনে ঘুমন্ত সালাউদ্দিনকে পিটিয়ে হত্যা করেন। পরে মরদেহ স্কুলের সিঁড়ির নিচে রেখে তেঁতুলতলা এলাকায় থাকা শুরু করেন।
পুলিশ জানায়, এরপর তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয় এলাকায় রাতে থাকতে শুরু করেন ইয়াদ মোল্লা। সেখানেও সমকামিতার প্রস্তাব প্রত্যাখ্যান করে রাতে স্কুলের বারান্দায় থাকতে বাধা দেওয়ায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইলিয়াস পাটোয়ারী নামে এক ব্যক্তিকে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে অবস্থান নেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে। সেখানে গত বৃহস্পতিবার ছাগলের জন্য গাছের পাতা কাটতে যাওয়া এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনার পরপরই ইয়াদকে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের টহল দল আটক করে। ওই দিন রাতেই ইয়াদ মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করে সদর থানায় সোপর্দ করে র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, এসব ঘটনায় হত্যা ও ধর্ষণ মামলার পর ইয়াদ মোল্লাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি তিনজনকে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর আজ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে খুন হওয়া সালাউদ্দিন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার রহিমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ৯ ফেব্রুয়ারি তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ে খুন হওয়া ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নুরপুর গ্রামের সিদ্দিক পাটোয়ারীর ছেলে। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি পোড়াহাটি গ্রামে হত্যার স্বীকার নারী ওই গ্রামেরই বাসিন্দা।

ঝিনাইদহে যৌনতায় অসম্মতি জানানোয় পাঁচ দিনের ব্যবধানে তিনজনকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ইয়াদ মোল্লা (৪৫)। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডের বর্ণনা দেন ইয়াদ। তিনি নড়াইল জেলার বিলডুমুরতলা গ্রামের বাসিন্দা।
ইয়াদের বরাতে পুলিশ জানায়, কিছুদিন ধরে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন ইয়াদ। রাতেও এসব এলাকার স্কুল ও নির্জন স্থান বেছে নিতেন ঘুমানোর জন্য। প্রায় ১৫ দিন ধরে সদর উপজেলার লাউদিয়া এলাকায় রাত্রিযাপন করছিলেন ইয়াদ। সাম্প্রতিক সময়ে লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে রাত্রিযাপন শুরু করেন সালাউদ্দিন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। এ সময় সালাউদ্দিনকে সমকামিতার প্রস্তাব দেন ইয়াদ মোল্লা। তবে অনেক চেষ্টা করেও তাঁকে রাজি করাতে পারেননি। এক রাতে ঘুমাতে গিয়ে দেখেন তাঁর কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছেন সালাউদ্দিন। তখন পার্শ্ববর্তী মাঠ থেকে মেহগনির ডাল এনে ঘুমন্ত সালাউদ্দিনকে পিটিয়ে হত্যা করেন। পরে মরদেহ স্কুলের সিঁড়ির নিচে রেখে তেঁতুলতলা এলাকায় থাকা শুরু করেন।
পুলিশ জানায়, এরপর তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয় এলাকায় রাতে থাকতে শুরু করেন ইয়াদ মোল্লা। সেখানেও সমকামিতার প্রস্তাব প্রত্যাখ্যান করে রাতে স্কুলের বারান্দায় থাকতে বাধা দেওয়ায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে ইলিয়াস পাটোয়ারী নামে এক ব্যক্তিকে নলকূপের হাতল দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরে অবস্থান নেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে। সেখানে গত বৃহস্পতিবার ছাগলের জন্য গাছের পাতা কাটতে যাওয়া এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে হত্যা করেন।
এ ঘটনার পরপরই ইয়াদকে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের টহল দল আটক করে। ওই দিন রাতেই ইয়াদ মোল্লার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করে সদর থানায় সোপর্দ করে র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, এসব ঘটনায় হত্যা ও ধর্ষণ মামলার পর ইয়াদ মোল্লাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি তিনজনকে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর আজ জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি লাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে খুন হওয়া সালাউদ্দিন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার রহিমপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। ৯ ফেব্রুয়ারি তেঁতুলতলা এমকে মাধ্যমিক বিদ্যালয়ে খুন হওয়া ইলিয়াস পাটোয়ারী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নুরপুর গ্রামের সিদ্দিক পাটোয়ারীর ছেলে। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি পোড়াহাটি গ্রামে হত্যার স্বীকার নারী ওই গ্রামেরই বাসিন্দা।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে