Ajker Patrika

ফকিরহাটে এনজিও কর্মী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১০: ৫৬
ফকিরহাটে এনজিও কর্মী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে এনজিও কর্মীকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. ফিরোজ নিকারীকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হবে। র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়। 

উপজেলার ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারীর ছেলে মো. ফিরোজ নিকারী ধর্ষণ মামলার দুই নম্বর আসামি। গত রোববার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম সাইফুল ইসলাম ধর্ষণ মামলার আসামি তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ১০ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্য দুজন হলেন উপজেলার জারিয়া মাইট কুমড়া গ্রামের শেখ আলীর ছেলে মো. মামুন শেখ ও ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। মামলার পর এ দুই আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। শুধু মো. ফিরোজ নিকারী পালাতক ছিলেন।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকা অবস্থায় এক এনজিওকর্মীকে দলবদ্ধ ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক জন যুবক। পরদিন ওই এনজিওকর্মী বাদী হয়ে ফকিরহাট থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত আসামি ফিরোজ নিকারীকে ফকিরহাট মডেল থানায় গতকাল রাতেই হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, আসামিকে আজ শুক্রবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত