
মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভারত সোনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় অটোরিকশাচালক ভারতের বাবা রাজু সোনি তাঁর ছেলের ফাঁসি দাবি করেছেন। বলেছেন, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে রাজু সোনি বলেন, ‘ওই কিশোরী ভুক্তভোগীর জায়গায় আমার কন্যাও থাকতে পারত এবং আমি তখনো এই কথা বলতাম। যারা এ ধরনের অপরাধ করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার সন্তান বা অন্য কারও সন্তান, যারা এমন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে, তাদের ফাঁসি দিয়ে বা গুলি করে হত্যা করতে হবে।’
রাজু জানান, ওই কিশোরীর ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। এমনকি তিনি তাঁর ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন। রাজু দাবি করেছেন, তিনি বারবার জিজ্ঞেস করলেও তাঁর ছেলে কোনো জবাব দেয়নি এবং দৈনন্দিন কাজ চালিয়ে গেছে।
ভারত সোনির বাবা বলেন, ‘সে (ভারত) গতকাল গ্রেপ্তার হয়েছে এবং এর আগে আমি সংবাদ থেকে বিষয়টি জেনেছি। তার পরপরই তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সে অপ্রস্তুত হয়ে পড়েছে আমার প্রশ্ন শুনে এবং এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। উল্টো সে আমাকে জিজ্ঞেস করেছে, ঘটনা কোথায় ঘটেছে? আমি উত্তর দিয়েছিলাম, উজ্জয়নীতে।’
রাজু সোনি আরও বলেন, ‘পুলিশ তাকে অভিযুক্ত করেছে, তবে সত্য শিগগিরই সামনে আসবে। সে আমার সন্তান হওয়ায় আইনি লড়াইয়ে আমি হয়তো তার পাশে থাকব। কিন্তু কার মনে কী চলছে, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি বলতে পারছি না, সে আসলেই এ ঘটনা ঘটিয়েছে কি না। তবে সে এটি করে থাকলে তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত।’
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীর ধর্ষণের ঘটনাটি সামনে আসে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভারত সোনিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মধ্যপ্রদেশের উজ্জয়নীতে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ভারত সোনি নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেশায় অটোরিকশাচালক ভারতের বাবা রাজু সোনি তাঁর ছেলের ফাঁসি দাবি করেছেন। বলেছেন, এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেকের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে রাজু সোনি বলেন, ‘ওই কিশোরী ভুক্তভোগীর জায়গায় আমার কন্যাও থাকতে পারত এবং আমি তখনো এই কথা বলতাম। যারা এ ধরনের অপরাধ করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার সন্তান বা অন্য কারও সন্তান, যারা এমন ঘৃণ্য অপরাধ সংঘটিত করে, তাদের ফাঁসি দিয়ে বা গুলি করে হত্যা করতে হবে।’
রাজু জানান, ওই কিশোরীর ধর্ষণের ঘটনার পর থেকেই তিনি বিষয়টি নিয়ে সতর্ক ছিলেন। এমনকি তিনি তাঁর ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেছেন। রাজু দাবি করেছেন, তিনি বারবার জিজ্ঞেস করলেও তাঁর ছেলে কোনো জবাব দেয়নি এবং দৈনন্দিন কাজ চালিয়ে গেছে।
ভারত সোনির বাবা বলেন, ‘সে (ভারত) গতকাল গ্রেপ্তার হয়েছে এবং এর আগে আমি সংবাদ থেকে বিষয়টি জেনেছি। তার পরপরই তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। সে অপ্রস্তুত হয়ে পড়েছে আমার প্রশ্ন শুনে এবং এমন আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। উল্টো সে আমাকে জিজ্ঞেস করেছে, ঘটনা কোথায় ঘটেছে? আমি উত্তর দিয়েছিলাম, উজ্জয়নীতে।’
রাজু সোনি আরও বলেন, ‘পুলিশ তাকে অভিযুক্ত করেছে, তবে সত্য শিগগিরই সামনে আসবে। সে আমার সন্তান হওয়ায় আইনি লড়াইয়ে আমি হয়তো তার পাশে থাকব। কিন্তু কার মনে কী চলছে, তা আমার জানা নেই।’ তিনি বলেন, ‘আমি বলতে পারছি না, সে আসলেই এ ঘটনা ঘটিয়েছে কি না। তবে সে এটি করে থাকলে তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত।’
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ওই কিশোরীর ধর্ষণের ঘটনাটি সামনে আসে। পরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভারত সোনিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে