Ajker Patrika

প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চুরি করে শ্রীঘরে কলেজপড়ুয়া

প্রেমিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চুরি করে শ্রীঘরে কলেজপড়ুয়া

প্রেমিকাকে দূরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য প্রেমিক প্রবরের প্রয়োজন ছিল একটা চার চাকার গাড়ির। প্রেমে পড়া নয়া মজনু প্রবরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল কলেজ পড়ুয়া দুই বন্ধু। তিনজনে মিলে এক নামী-দামী গাড়ির শোরুম থেকে চুরি করে নিয়েছিল ঝা-চকচকে নতুন গাড়ি। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

সিসিটিভির সূত্রে ওই লোমহর্ষক চুরির রহস্যের কিনারা করে ফেলেছে পুলিশ। আপাতত চুরির দায়ে তিনজনেরই ঠাঁই হয়েছে শ্রীঘরে। ভারতের নদীয়া জেলার নয়ডা শহরে ঘটেছে এমন কাণ্ড। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রেয় নাগর, অনিকেত নাগর ও দীপাংশু ভাটি। 

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, প্রবরের প্রেমিকাকে নতুন গাড়িতে চড়ানোর সাধ পূরণ করতেই গাড়িটি শোরুম থেকে চুরি করেন তাঁরা। 

পুলিশ জানিয়েছে, গত ২৬ সেপ্টেম্বর গ্রেটার নয়ডার কারবাজারে হুন্ডাইয়ের শোরুমে হাজির হয় দুই যুবক। নতুন গাড়ি কেনার কথা বলে। বেশ কয়েকটি গাড়ি দেখানো হয়। একটি গাড়ি পছন্দ করে টেস্ট ড্রাইভের কথা বলে দুজনে। কথাবার্তা শুনে মালিকের কোনো সন্দেহ হয়নি। পার্কিং লটে রাখা গাড়ি বের করে মালিক বহির্নিগমন পথ থেকে বেরনো মাত্র হেলমেট পরিহিত দুই যুবক গেট খুলে গাড়িতে চেপে বসে। একজন চালকের আসনের পাশে এবং অন্যজন পিছনের সিটে বসেন। খানিকবাদেই শোরুমের মালিককে চালকের আসন থেকে জোর করে নামিয়ে দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে কেটে পড়ে দুই যুবক। 

গাড়ি চুরির বিষয়টি পুলিশকে জানান শোরুমের মালিক। এলাকার ১০০টি সিসিটিভি ফুটেজ তন্নতন্ন করে খতিয়ে দেখেন তদন্তকারীরা। কাজে লাগান নিজেদের সূত্র। গাড়ি চুরি চক্র সম্পর্কে খোঁজখবর রাখেন এমন লোকদেরও সাহায্য নেওয়া হয়। শেষ পর্যন্ত চুরি যাওয়া গাড়িতে ‘নাগর’ লাগানো স্টিকার দেখে তিন চোরকেই ধরে ফেলেন তদন্তকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত