
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক নারীর বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায় নামে এক নারীর বলে জানিয়েছে ইডি।
তদন্ত সংস্থাটির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী (সাবেক শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোন এবং স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে ইডির টুইটার হ্যান্ডেল থেকে এ বিষয়ে টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ টুইটের সঙ্গে নগদ অর্থের বেশ কিছু ছবিও জুড়ে দিয়েছে ইডি।
ইডি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনে অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় অন্তত ২০ কোটি রুপি। অর্পিতার বাড়িতে তিনটি নোট গোনার মেশিন নিয়ে ব্যাংক কর্মকর্তাদের ডেকে উদ্ধার রুপি গোনা হয়।
উল্লেখ্য, আজ সকাল থেকেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িসহ ১৩টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগে তদন্তের পরিপ্রেক্ষিতেই এ তল্লাশি অভিযান বলে টুইট করে জানিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, এসএসসির উপদেষ্টা কমিটির সাবেক আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের সাবেক সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী বাড়িতেও অভিযান চালায় ইডি।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক নারীর বাড়ি থেকে ২০ কোটি রুপি উদ্ধার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ও পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কলকাতার একটি অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায় নামে এক নারীর বলে জানিয়েছে ইডি।
তদন্ত সংস্থাটির দাবি, অর্পিতা রাজ্যের শিল্পমন্ত্রী (সাবেক শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তদন্তকারীদের আরও দাবি, ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতার বাড়ি থেকে ২০টি মোবাইল ফোন এবং স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে ইডির টুইটার হ্যান্ডেল থেকে এ বিষয়ে টুইট করা হয়। টুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’ টুইটের সঙ্গে নগদ অর্থের বেশ কিছু ছবিও জুড়ে দিয়েছে ইডি।
ইডি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের আবাসনে অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় অন্তত ২০ কোটি রুপি। অর্পিতার বাড়িতে তিনটি নোট গোনার মেশিন নিয়ে ব্যাংক কর্মকর্তাদের ডেকে উদ্ধার রুপি গোনা হয়।
উল্লেখ্য, আজ সকাল থেকেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িসহ ১৩টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। প্রাথমিক শিক্ষক নিয়োগে তদন্তের পরিপ্রেক্ষিতেই এ তল্লাশি অভিযান বলে টুইট করে জানিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, এসএসসির উপদেষ্টা কমিটির সাবেক আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের সাবেক সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী বাড়িতেও অভিযান চালায় ইডি।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫