
স্ত্রীকে এক বৃদ্ধের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে ভারতের ওডিশা রাজ্যের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোর বিয়ের মাত্র এক মাসের মাথায় তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
রাজস্থান রাজ্যে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে এই কাণ্ড ঘটায় ওই কিশোর।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স ২৬ বছর। রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বারান জেলা থেকে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। জেলাটি মধ্যপ্রদেশের সীমান্তবর্তী। পুলিশ জানায়, ওই নারীকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ, গ্রামের লোকেরা বলছিল, ওই নারীকে তারা টাকা দিয়ে কিনে এনেছে। তাঁকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না তারা।
ওডিশা রাজ্যের বালাঙ্গীর জেলার বেলপাড়া পুলিশ স্টেশনের ভারতপ্রাপ্ত পরিদর্শক বুলু মুন্ডা বলেন, গত জুলাইয়ে ওই কিশোরের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। আগস্টে তারা কাজের সন্ধানে ঝাঁসি ও রাইপুর হয়ে রাজস্থানে যায়। সেখানে একটি ইটভাটায় কাজ নেয় তারা। কাজ পাওয়ার কয়েক দিন পরই ১৭ বছর বয়সী ওই কিশোর তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক লোকের কাছে ১ লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি করে দেয়। ওই ব্যক্তির বাড়ি বারান জেলায়।
এই টাকা নিয়ে ওই কিশোর ভালো খাবার কিনে খেয়েছে এবং একটি স্মার্টফোন কিনেছে। পরে গ্রামে ফিরে এলে শ্বশুরবাড়ির লোকেরা যখন মেয়ের খোঁজ করে তখন সে বলেছে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তার কথা বিশ্বাস করেনি। তারা পুলিশে অভিযোগ দেয়। এরপর পুলিশ ওই কিশোরের কল রেকর্ড পরীক্ষা করলে সন্দেহ ঘনীভূত হয়।
পুলিশ কর্মকর্তা বুলু মুণ্ডা বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হই সে স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। এরপর মেয়েটিকে খুঁজতে রাজস্থানে পুলিশের একটি টিম পাঠানো হয়। কিন্তু গ্রামের লোকজন ওই নারীকে ছাড়ছিল না। তারা বলছিল, এই মেয়েকে তারা ১ লাখ ৮০ হাজার রুপিতে কিনে এনেছে।’ তাঁকে ফিরিয়ে আনতে খুব বেগ পেতে হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গত শুক্রবার ওই কিশোরকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

স্ত্রীকে এক বৃদ্ধের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগে ভারতের ওডিশা রাজ্যের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছর বয়সী ওই কিশোর বিয়ের মাত্র এক মাসের মাথায় তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।
রাজস্থান রাজ্যে একটি ইটভাটায় কাজ করতে গিয়ে এই কাণ্ড ঘটায় ওই কিশোর।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বয়স ২৬ বছর। রাজস্থানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বারান জেলা থেকে ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। জেলাটি মধ্যপ্রদেশের সীমান্তবর্তী। পুলিশ জানায়, ওই নারীকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছিল। কারণ, গ্রামের লোকেরা বলছিল, ওই নারীকে তারা টাকা দিয়ে কিনে এনেছে। তাঁকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছিল না তারা।
ওডিশা রাজ্যের বালাঙ্গীর জেলার বেলপাড়া পুলিশ স্টেশনের ভারতপ্রাপ্ত পরিদর্শক বুলু মুন্ডা বলেন, গত জুলাইয়ে ওই কিশোরের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। আগস্টে তারা কাজের সন্ধানে ঝাঁসি ও রাইপুর হয়ে রাজস্থানে যায়। সেখানে একটি ইটভাটায় কাজ নেয় তারা। কাজ পাওয়ার কয়েক দিন পরই ১৭ বছর বয়সী ওই কিশোর তার স্ত্রীকে ৫৫ বছর বয়সী এক লোকের কাছে ১ লাখ ৮০ হাজার রুপিতে বিক্রি করে দেয়। ওই ব্যক্তির বাড়ি বারান জেলায়।
এই টাকা নিয়ে ওই কিশোর ভালো খাবার কিনে খেয়েছে এবং একটি স্মার্টফোন কিনেছে। পরে গ্রামে ফিরে এলে শ্বশুরবাড়ির লোকেরা যখন মেয়ের খোঁজ করে তখন সে বলেছে, স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে।
কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তার কথা বিশ্বাস করেনি। তারা পুলিশে অভিযোগ দেয়। এরপর পুলিশ ওই কিশোরের কল রেকর্ড পরীক্ষা করলে সন্দেহ ঘনীভূত হয়।
পুলিশ কর্মকর্তা বুলু মুণ্ডা বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হই সে স্ত্রীকে বিক্রি করে দিয়েছে। এরপর মেয়েটিকে খুঁজতে রাজস্থানে পুলিশের একটি টিম পাঠানো হয়। কিন্তু গ্রামের লোকজন ওই নারীকে ছাড়ছিল না। তারা বলছিল, এই মেয়েকে তারা ১ লাখ ৮০ হাজার রুপিতে কিনে এনেছে।’ তাঁকে ফিরিয়ে আনতে খুব বেগ পেতে হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গত শুক্রবার ওই কিশোরকে আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে