বিনোদন ডেস্ক

মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে। এখন পর্যন্ত সিনেমাটির আয় ১.২৩ বিলিয়ন ডলার। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার সুবাদে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জো সালদানা। তাঁর অভিনীত সিনেমা বক্স অফিসে মোট ১৫.৪৬ বিলিয়ন ডলার আয় করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া তিনি একমাত্র অভিনেত্রী যাঁর অভিনীত চারটি সিনেমা ২ বিলিয়ন ডলার আয় করেছে।
অ্যাভাটার সিনেমার কল্যাণেই সর্বকালের আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হলেন জো সালদানা। অ্যাভাটারের তিন কিস্তিতেই অভিনয় করেছেন তিনি। প্রতিটি পর্ব পেরিয়েছে বিলিয়ন ডলারের মাইলফলক। যার মধ্যে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’, ২০২২ সালে ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’ রয়েছে সর্বকালের সবচেয়ে আয়কারী সিনেমার তালিকার প্রথম ও তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ সিনেমারও অভিনেত্রী সালদানা। ২ বিলিয়ন ডলার আয় করা সালদানা অভিনীত অন্য সিনেমাটির নাম ‘অ্যাভেঞ্জার ইনফিটি ওয়ার’। সালদানা অভিনীত ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ও আয় করেছে ১ বিলিয়ন ডলার।
নতুন রেকর্ড গড়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালদানা। অভিনেত্রী বলেন, ‘এটি এমন একটি অর্জন যা অসাধারণ ফ্রাঞ্চাইজি এবং সবার সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। যেসব পরিচালক আমার ওপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তাঁরা আমার মধ্যে এমন কিছু দেখেছেন যা আমি দেখিনি এবং সব সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটা দিয়েছেন। দর্শকদের ধন্যবাদ। এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না যদি তাঁরা উৎসাহ নিয়ে না আসতেন সিনেমা দেখতে। এই অর্জন আমাদের সবার এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং অত্যন্ত সম্মানিত।’
ভিডিও বার্তায় জো সালদানা জানান, তিনি চান ভবিষ্যতে এই রেকর্ড কোনো নারী অভিনয়শিল্পী ভাঙুক। সব মিলিয়ে ২০২৫ সালটি দারুণ কেটেছে জো সালদানার। গত বছরের মার্চে অস্কারে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য প্রথম ডোমিনিকান আমেরিকান হিসেবে তিনি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জেতেন।

মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করে। এখন পর্যন্ত সিনেমাটির আয় ১.২৩ বিলিয়ন ডলার। অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার সুবাদে সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জো সালদানা। তাঁর অভিনীত সিনেমা বক্স অফিসে মোট ১৫.৪৬ বিলিয়ন ডলার আয় করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ ছাড়া তিনি একমাত্র অভিনেত্রী যাঁর অভিনীত চারটি সিনেমা ২ বিলিয়ন ডলার আয় করেছে।
অ্যাভাটার সিনেমার কল্যাণেই সর্বকালের আয়কারী সিনেমার অভিনয়শিল্পী হলেন জো সালদানা। অ্যাভাটারের তিন কিস্তিতেই অভিনয় করেছেন তিনি। প্রতিটি পর্ব পেরিয়েছে বিলিয়ন ডলারের মাইলফলক। যার মধ্যে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’, ২০২২ সালে ‘অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার’ রয়েছে সর্বকালের সবচেয়ে আয়কারী সিনেমার তালিকার প্রথম ও তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা ‘অ্যাভেঞ্জার এন্ডগেম’ সিনেমারও অভিনেত্রী সালদানা। ২ বিলিয়ন ডলার আয় করা সালদানা অভিনীত অন্য সিনেমাটির নাম ‘অ্যাভেঞ্জার ইনফিটি ওয়ার’। সালদানা অভিনীত ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’ও আয় করেছে ১ বিলিয়ন ডলার।
নতুন রেকর্ড গড়ার পর গত মঙ্গলবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালদানা। অভিনেত্রী বলেন, ‘এটি এমন একটি অর্জন যা অসাধারণ ফ্রাঞ্চাইজি এবং সবার সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। যেসব পরিচালক আমার ওপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তাঁরা আমার মধ্যে এমন কিছু দেখেছেন যা আমি দেখিনি এবং সব সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জটা দিয়েছেন। দর্শকদের ধন্যবাদ। এই অর্জন কোনোভাবেই সম্ভব হতো না যদি তাঁরা উৎসাহ নিয়ে না আসতেন সিনেমা দেখতে। এই অর্জন আমাদের সবার এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং অত্যন্ত সম্মানিত।’
ভিডিও বার্তায় জো সালদানা জানান, তিনি চান ভবিষ্যতে এই রেকর্ড কোনো নারী অভিনয়শিল্পী ভাঙুক। সব মিলিয়ে ২০২৫ সালটি দারুণ কেটেছে জো সালদানার। গত বছরের মার্চে অস্কারে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য প্রথম ডোমিনিকান আমেরিকান হিসেবে তিনি সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জেতেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৯ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৯ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২০ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৩ দিন আগে