ক্রীড়া ডেস্ক

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
ছেলেদের ফুটসালে বাংলাদেশের হাতেখড়ি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে। মালয়েশিয়ায় তিন ম্যাচের তিনটিতেই হারে বাংলাদেশ। এরপরই ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ হাতে নেয় সাফ।
ফুটসালের জন্য আলাদা করে কোনো স্টেডিয়াম নেই। কাঠামোগত অভাব থাকা সত্ত্বেও দীর্ঘ প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কোচ সাঈদ খোদারাহমি বলেন, ‘আমাদের দল প্রায় দেড় মাস একসঙ্গে অনুশীলন নিয়েছে। যেহেতু বাংলাদেশে আমাদের সঠিক ফুটসাল স্টেডিয়াম নেই, তাই ১০ দিন আগে থাইল্যান্ডে আসা আমাদের অনেক ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে।’
ভারত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক রাহবার খান। তিনি বলেন, ‘দলের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে এবং আমরা প্রতিদিন উন্নতি করছি। আমাদের প্রস্তুতি সত্যিই ভালো হয়েছে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
বাংলাদেশের মতো সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে ভারতও। ৩ ম্যাচ খেলে মূল পর্বে উঠতে না পারলেও একটিতে জয় পায় তারা। বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ভারতের কোচ রেজা কর্দি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া, আমাদের খেলার ধরন অনুযায়ী উন্নতি করা এবং ভারতকে দক্ষিণ এশিয়ার ফুটসালে একটি শক্তিশালী উদীয়মান দল হিসেবে প্রতিষ্ঠিত করা।’
বাংলাদেশ-ভারতসহ সাফ ফুটসালে অংশ নিয়েছে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। নারী ফুটসালে কাল প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
ছেলেদের ফুটসালে বাংলাদেশের হাতেখড়ি গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে। মালয়েশিয়ায় তিন ম্যাচের তিনটিতেই হারে বাংলাদেশ। এরপরই ফুটসাল চ্যাম্পিয়নশিপ আয়োজনের উদ্যোগ হাতে নেয় সাফ।
ফুটসালের জন্য আলাদা করে কোনো স্টেডিয়াম নেই। কাঠামোগত অভাব থাকা সত্ত্বেও দীর্ঘ প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কোচ সাঈদ খোদারাহমি বলেন, ‘আমাদের দল প্রায় দেড় মাস একসঙ্গে অনুশীলন নিয়েছে। যেহেতু বাংলাদেশে আমাদের সঠিক ফুটসাল স্টেডিয়াম নেই, তাই ১০ দিন আগে থাইল্যান্ডে আসা আমাদের অনেক ভালো প্রস্তুতি নিতে সাহায্য করেছে।’
ভারত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত বাংলাদেশ অধিনায়ক রাহবার খান। তিনি বলেন, ‘দলের মধ্যে দৃঢ় বন্ধন রয়েছে এবং আমরা প্রতিদিন উন্নতি করছি। আমাদের প্রস্তুতি সত্যিই ভালো হয়েছে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
বাংলাদেশের মতো সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছে ভারতও। ৩ ম্যাচ খেলে মূল পর্বে উঠতে না পারলেও একটিতে জয় পায় তারা। বাংলাদেশ ম্যাচ সামনে রেখে ভারতের কোচ রেজা কর্দি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া, আমাদের খেলার ধরন অনুযায়ী উন্নতি করা এবং ভারতকে দক্ষিণ এশিয়ার ফুটসালে একটি শক্তিশালী উদীয়মান দল হিসেবে প্রতিষ্ঠিত করা।’
বাংলাদেশ-ভারতসহ সাফ ফুটসালে অংশ নিয়েছে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। নারী ফুটসালে কাল প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৭ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৮ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২১ দিন আগে