নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
কম্বোডিয়া কিংবা পূর্ব তিমুর— এই দুই দলের এক দলকে প্রতিপক্ষ হিসেবে ঠিক করবে বাফুফে। কম্বোডিয়া (১৭৯) বাংলাদেশের (১৮০) চেয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে। আর পূর্ব তিমুরের অবস্থান ১৯৮। প্রতিবারই বাফুফে আশ্বাস দেয় শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলার। কিন্তু বাস্তবতা উল্টো।
আজ বাফুফে ভবনে হয়েছে জাতীয় দল কমিটির সভা। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল অবশ্য অনুপস্থিত ছিলেন। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে। ক্যাম্প কোথায় হবে সেটা কোচ (হাভিয়ের কাবরেরা ঠিক করবেন।’
সিলেটে ম্যাচ আয়োজনের পেছনে বড় কারণ হলো হামজা চৌধুরী। তার পৈতৃক নিবাস সিলেট অঞ্চলে হওয়ায় বাফুফের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাকে ঘরের মাঠে খেলানো। কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসী কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা আশাবাদী, চেষ্টা করে দেখা যাক।’
আজ জাতীয় দল কমিটির পরই আলাদা সভায় বসে পেশাদার লিগ কমিটি। আগামী মে মাসে স্বাধীনতা কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার ১৬ দল অংশ নেবে টুর্নামেন্টে। শুধু তা-ই নয়, দ্বিতীয় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আসবে দুটি দল। কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘লিগের ১০ দলের বাইরে তিনটি সার্ভিসেস দল ও জেলা চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলও থাকবে। ১৬ দল নিয়ে চার ভেন্যুতে হবে খেলা।

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
কম্বোডিয়া কিংবা পূর্ব তিমুর— এই দুই দলের এক দলকে প্রতিপক্ষ হিসেবে ঠিক করবে বাফুফে। কম্বোডিয়া (১৭৯) বাংলাদেশের (১৮০) চেয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে। আর পূর্ব তিমুরের অবস্থান ১৯৮। প্রতিবারই বাফুফে আশ্বাস দেয় শক্ত প্রতিপক্ষের সঙ্গে খেলার। কিন্তু বাস্তবতা উল্টো।
আজ বাফুফে ভবনে হয়েছে জাতীয় দল কমিটির সভা। কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল অবশ্য অনুপস্থিত ছিলেন। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘২০ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ম্যাচটি সিলেটে হতে পারে। ক্যাম্প কোথায় হবে সেটা কোচ (হাভিয়ের কাবরেরা ঠিক করবেন।’
সিলেটে ম্যাচ আয়োজনের পেছনে বড় কারণ হলো হামজা চৌধুরী। তার পৈতৃক নিবাস সিলেট অঞ্চলে হওয়ায় বাফুফের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তাকে ঘরের মাঠে খেলানো। কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন নিয়ে সংশয় থাকলেও আত্মবিশ্বাসী কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক মাসে অনেক কাজ করা সম্ভব। আমরা আশাবাদী, চেষ্টা করে দেখা যাক।’
আজ জাতীয় দল কমিটির পরই আলাদা সভায় বসে পেশাদার লিগ কমিটি। আগামী মে মাসে স্বাধীনতা কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এবার ১৬ দল অংশ নেবে টুর্নামেন্টে। শুধু তা-ই নয়, দ্বিতীয় স্তরের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে আসবে দুটি দল। কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘লিগের ১০ দলের বাইরে তিনটি সার্ভিসেস দল ও জেলা চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলও থাকবে। ১৬ দল নিয়ে চার ভেন্যুতে হবে খেলা।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৫ দিন আগে