
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার নিয়ে ফিরেছে রিয়াল।
বেনফিকার কাছে হেরে পয়েন্ট টেবিলের নয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড শেষ করেছে রিয়াল। সরাসরি শেষ ষোলতে জায়গা করে নিতে পারেনি মাদ্রিদের ক্লাবটি; প্লে খেলতে হবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের। এমন হতাশাজনক এক হারের পর নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা আঁটছে রিয়াল। সবশেষ খবর–প্লে অফেও সেই বেনফিকাকেই পেয়েছে আলভারো আরবেলোয়ার দল।
আজ চ্যাম্পিয়নস লিগের প্লে অফের ড্র অনুষ্ঠিত হয়েছে। প্লে অফের প্রথম লেগের ম্যাচগুলো হবে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে ম্যাচের মুখোমুখি হবে দলগুলো। প্রথম পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় থাকলেও রিয়ালকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে বেনফিকা। ৯ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে তারা। ৫ জয়ে রিয়ালের সংগ্রহ ১৫ পয়েন্ট। ১৮ ফেব্রুয়ারি প্লে অফের প্রথম লেগে বেনফিকার আতিথেয়তা নেবে তারা। ২৫ ফেব্রুয়ারি নিজেদের মাঠে পর্তুগালের প্রতিনিধিদের বিপক্ষে খেলবে রিয়াল।
গতবারের চ্যাম্পিয়ন পিএসজিকেও প্লে অফ খেলতে হচ্ছে এবার। তাদের প্রতিপক্ষ লিগ ওয়ানের আরেক ক্লাব মোনাকো। রানার্সআপ ইন্টার মিলান খেলবে বুদো গ্লিমটের বিপক্ষে। আতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ ক্লাব ব্রুজ।
চ্যাম্পিয়নস লিগের প্লে অফে কোন দল কার বিপক্ষে খেলবে:
রিয়াল মাদ্রিদ-বেনফিকা
পিএসজি-মোনাকো
নিউক্যাসল ইউনাইটেড-কারাবাখ
ইন্টার মিলান-বুদো/গ্লিমট
জুভেন্টাস-গালাতাসারাই
বরুশিয়া ডর্টমুন্ড-আতালান্তা
আতলেতিকো মাদ্রিদ-ক্লাব ব্রুজ
বায়ার লেভারকুজেন-অলিম্পিয়াকোস

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
৯ দিন আগে
রাজধানী ঢাকায় কোনো ‘হাইপ্রোফাইল’ (উঁচু স্তরের) কেউ খুন হলে বা অন্য কোনো আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে প্রায়ই পুলিশের ভাষ্যে উঠে আসে বিদেশে অবস্থানরত সন্ত্রাসী কিংবা ‘গডফাদারের’ নাম। দেশের বাইরে থাকা ব্যক্তিদের ওপর দায় চাপানোর কারণে অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও তাঁদের...
১১ দিন আগে
বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২৩ দিন আগে