
বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের পাশাপাশি উপস্থাপককে সাময়িক বরখাস্ত করেছে ব্রিটেনের এই সংবাদমাধ্যম৷
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ওই পুরুষ উপস্থাপক কয়েক হাজার পাউন্ড দিয়ে ১৭ বছর বয়সী কিশোরীর যৌনতাপূর্ণ ছবি তুলেছেন।
এখন ২০ বছর বয়সী ওই মেয়েটির মা বিবিসি কর্তৃপক্ষের কাছে বলেছেন, তাঁর মেয়ে উপস্থাপকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে কোকেনের নেশা মেটাত।
তিন বছরের মধ্যে মেয়ে কীভাবে ‘হাসিখুশি-ভাগ্যবতী তরুণী থেকে ভূতের মতো নেশাখোরে’ পরিণত হয়েছেন, তার ব্যাখ্যা বিবিসির কাছে দিয়েছেন ওই মা।
গতকাল রোববার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি৷
তবে এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, বিষয়টি তারা জানে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। পদক্ষেপ নিতে আরও তথ্য প্রয়োজন৷
দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন ওই উপস্থাপক। গত ১৯ মে ওই তরুণীর মা বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানান।
অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনাটিকে ‘মারাত্মক উদ্বেগের’ বলে মন্তব্য করেন।
এক টুইটে লুসি ফ্রেজার বলেন, ‘ডেভিড (বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাঁরা দ্রুত তদন্ত করবেন।’

বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের পাশাপাশি উপস্থাপককে সাময়িক বরখাস্ত করেছে ব্রিটেনের এই সংবাদমাধ্যম৷
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ওই পুরুষ উপস্থাপক কয়েক হাজার পাউন্ড দিয়ে ১৭ বছর বয়সী কিশোরীর যৌনতাপূর্ণ ছবি তুলেছেন।
এখন ২০ বছর বয়সী ওই মেয়েটির মা বিবিসি কর্তৃপক্ষের কাছে বলেছেন, তাঁর মেয়ে উপস্থাপকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে কোকেনের নেশা মেটাত।
তিন বছরের মধ্যে মেয়ে কীভাবে ‘হাসিখুশি-ভাগ্যবতী তরুণী থেকে ভূতের মতো নেশাখোরে’ পরিণত হয়েছেন, তার ব্যাখ্যা বিবিসির কাছে দিয়েছেন ওই মা।
গতকাল রোববার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি৷
তবে এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, বিষয়টি তারা জানে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। পদক্ষেপ নিতে আরও তথ্য প্রয়োজন৷
দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন ওই উপস্থাপক। গত ১৯ মে ওই তরুণীর মা বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানান।
অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনাটিকে ‘মারাত্মক উদ্বেগের’ বলে মন্তব্য করেন।
এক টুইটে লুসি ফ্রেজার বলেন, ‘ডেভিড (বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাঁরা দ্রুত তদন্ত করবেন।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে