Ajker Patrika

‘যৌনতাপূর্ণ ছবির’ জন্য টাকা দিতেন বিবিসি উপস্থাপক, তা দিয়ে ‘কোকেনের নেশা চলত’ কিশোরীর

আপডেট : ১০ জুলাই ২০২৩, ২১: ২৪
‘যৌনতাপূর্ণ ছবির’ জন্য টাকা দিতেন বিবিসি উপস্থাপক, তা দিয়ে ‘কোকেনের নেশা চলত’ কিশোরীর

বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অর্থের বিনিময়ে এক কিশোরীর ‘যৌনতাপূর্ণ’ ছবি তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের পাশাপাশি উপস্থাপককে সাময়িক বরখাস্ত করেছে ব্রিটেনের এই সংবাদমাধ্যম৷

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, ওই পুরুষ উপস্থাপক কয়েক হাজার পাউন্ড দিয়ে ১৭ বছর বয়সী কিশোরীর যৌনতাপূর্ণ ছবি তুলেছেন।

এখন ২০ বছর বয়সী ওই মেয়েটির মা বিবিসি কর্তৃপক্ষের কাছে বলেছেন, তাঁর মেয়ে উপস্থাপকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে কোকেনের নেশা মেটাত।

তিন বছরের মধ্যে মেয়ে কীভাবে ‘হাসিখুশি-ভাগ্যবতী তরুণী থেকে ভূতের মতো নেশাখোরে’ পরিণত হয়েছেন, তার ব্যাখ্যা বিবিসির কাছে দিয়েছেন ওই মা।

গতকাল রোববার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয় বলেও জানায় বিবিসি৷

তবে এক বিবৃতিতে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলছে, বিষয়টি তারা জানে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। পদক্ষেপ নিতে আরও তথ্য প্রয়োজন৷

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে কৈশোর পেরোনো সেই মেয়েটিকে গত তিন বছরে প্রায় ৩৫ হাজার পাউন্ড দিয়েছেন ওই উপস্থাপক। গত ১৯ মে ওই তরুণীর মা বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবিসিকে জানান।

অভিযোগের পর ব্রিটেনের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী লুসি ফ্রেজার বিবিসির মহাপরিচালক টিম ডেভিডের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনাটিকে ‘মারাত্মক উদ্বেগের’ বলে মন্তব্য করেন।

এক টুইটে লুসি ফ্রেজার বলেন, ‘ডেভিড (বিবিসির মহাপরিচালক) আমাকে নিশ্চিত করেছে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাঁরা দ্রুত তদন্ত করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত