সম্পাদকীয়

এটি একটি পরিত্যক্ত ভবন এবং এর আঙিনা ময়লা-আবর্জনার ভাগাড়। কিন্তু না, ভবনটি ব্যবহৃত হচ্ছে এবং এর আঙিনা ময়লা ফেলার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। ছবিটি যে কথাই বলুক না কেন, প্রকাশিত খবর বলছে, ওই ভবনটি একটি উপস্বাস্থ্যকেন্দ্রের এবং স্থানান্তরিত নতুন ভবনে চিকিৎসাসেবা পরিচালিত হলেও পুরোনো ভবনটিতে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্থল। আরও হতাশ হতে হয় এ জন্য যে, এই সম্প্রদায় পুরো এলাকা পরিষ্কার করে ফেললেও নিজেদের থাকার জায়গাটা ময়লার ভাগাড় আর গণশৌচাগারে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছে।
যে উপস্বাস্থ্যকেন্দ্রের কথা বলা হচ্ছে তার অবস্থান পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে। যদিও ঝুঁকিপূর্ণ হওয়ায় এর পুরোনো ভবনটিতে চিকিৎসাসেবা পরিচালিত হয় না, কিন্তু এটি অপসারণও করা হয়নি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। আঙিনাসহ ভবনটি এখন পরিণত হয়েছে গণশৌচাগার আর ময়লার ভাগাড়ে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে মূত্রত্যাগ করতে আসে বলে অভিযোগ রয়েছে। আর বাজারের ভোক্তা-ব্যবসায়ীরা যেন নিয়ম করেই এখানে ময়লা ফেলে যায়। আবার হরিজন সম্প্রদায়কে কেন ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী বলে চিহ্নিত করা একটি ভবনে আশ্রয় দেওয়া হলো, তা-ও একটি রহস্য!
স্বাস্থ্যকেন্দ্রটি সব সময় খোলা থাকে এবং সেখানে কোনো বিধিনিষেধ নেই বলে জায়গাটির এমন বেহাল দশা। একই আঙিনায় নতুন ভবনে কাশিনাথপুরের মানুষ চিকিৎসাসেবা নিতে আসে। এমন একটি অস্বাস্থ্যকর পরিবেশ কীভাবে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে, তা এক জটিল ধাঁধা! এই ধাঁধার সমাধান করতে নিশ্চয়ই কোনো মেডিকেল অফিসার হতে হয় না, সাধারণ জ্ঞান থাকাটাই যথেষ্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাধারণ জ্ঞানটুকু আহরণ করতে খুব বেশি সময় লাগার তো কথা না। নতুন ভবনে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গেই পুরোনো ভবনটি অপসারণ করে প্রতিষ্ঠানটির আঙিনা নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া এবং অন্যত্র হরিজন সম্প্রদায়ের আবাসস্থলের ব্যবস্থা করা উচিত ছিল। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন, অতি দ্রুত উপস্বাস্থ্য কমপ্লেক্সটির পরিত্যক্ত ভবন নিলাম করে অপসারণ করা হবে, প্রতিষ্ঠানটির ভেতরে মাটিও ভরাট করা হবে। পাবনা জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেছেন, পরিত্যক্ত ভবন অপসারণ, আবর্জনা অপসারণ ও দখলমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তাঁদের এই আশ্বাসে কাশিনাথপুরবাসী কতটা ভরসা করতে পারবেন তা সময়ই বলে দেবে।
একটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ যদি পরিচ্ছন্নই না হয় তাহলে সেখানে চিকিৎসাসেবা নিতে যাওয়া বৃথা। শুধু কাশিনাথপুরের এই উপস্বাস্থ্যকেন্দ্রটিই নয়, দেশের প্রতিটি চিকিৎসালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হওয়া জরুরি। দায়িত্বশীলদের কাজে যেন সেই প্রতিফলনটা পাওয়া যায়, এটাই কাম্য।

এটি একটি পরিত্যক্ত ভবন এবং এর আঙিনা ময়লা-আবর্জনার ভাগাড়। কিন্তু না, ভবনটি ব্যবহৃত হচ্ছে এবং এর আঙিনা ময়লা ফেলার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। ছবিটি যে কথাই বলুক না কেন, প্রকাশিত খবর বলছে, ওই ভবনটি একটি উপস্বাস্থ্যকেন্দ্রের এবং স্থানান্তরিত নতুন ভবনে চিকিৎসাসেবা পরিচালিত হলেও পুরোনো ভবনটিতে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্থল। আরও হতাশ হতে হয় এ জন্য যে, এই সম্প্রদায় পুরো এলাকা পরিষ্কার করে ফেললেও নিজেদের থাকার জায়গাটা ময়লার ভাগাড় আর গণশৌচাগারে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছে।
যে উপস্বাস্থ্যকেন্দ্রের কথা বলা হচ্ছে তার অবস্থান পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে। যদিও ঝুঁকিপূর্ণ হওয়ায় এর পুরোনো ভবনটিতে চিকিৎসাসেবা পরিচালিত হয় না, কিন্তু এটি অপসারণও করা হয়নি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। আঙিনাসহ ভবনটি এখন পরিণত হয়েছে গণশৌচাগার আর ময়লার ভাগাড়ে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে মূত্রত্যাগ করতে আসে বলে অভিযোগ রয়েছে। আর বাজারের ভোক্তা-ব্যবসায়ীরা যেন নিয়ম করেই এখানে ময়লা ফেলে যায়। আবার হরিজন সম্প্রদায়কে কেন ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী বলে চিহ্নিত করা একটি ভবনে আশ্রয় দেওয়া হলো, তা-ও একটি রহস্য!
স্বাস্থ্যকেন্দ্রটি সব সময় খোলা থাকে এবং সেখানে কোনো বিধিনিষেধ নেই বলে জায়গাটির এমন বেহাল দশা। একই আঙিনায় নতুন ভবনে কাশিনাথপুরের মানুষ চিকিৎসাসেবা নিতে আসে। এমন একটি অস্বাস্থ্যকর পরিবেশ কীভাবে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে, তা এক জটিল ধাঁধা! এই ধাঁধার সমাধান করতে নিশ্চয়ই কোনো মেডিকেল অফিসার হতে হয় না, সাধারণ জ্ঞান থাকাটাই যথেষ্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাধারণ জ্ঞানটুকু আহরণ করতে খুব বেশি সময় লাগার তো কথা না। নতুন ভবনে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গেই পুরোনো ভবনটি অপসারণ করে প্রতিষ্ঠানটির আঙিনা নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া এবং অন্যত্র হরিজন সম্প্রদায়ের আবাসস্থলের ব্যবস্থা করা উচিত ছিল। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন, অতি দ্রুত উপস্বাস্থ্য কমপ্লেক্সটির পরিত্যক্ত ভবন নিলাম করে অপসারণ করা হবে, প্রতিষ্ঠানটির ভেতরে মাটিও ভরাট করা হবে। পাবনা জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেছেন, পরিত্যক্ত ভবন অপসারণ, আবর্জনা অপসারণ ও দখলমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তাঁদের এই আশ্বাসে কাশিনাথপুরবাসী কতটা ভরসা করতে পারবেন তা সময়ই বলে দেবে।
একটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ যদি পরিচ্ছন্নই না হয় তাহলে সেখানে চিকিৎসাসেবা নিতে যাওয়া বৃথা। শুধু কাশিনাথপুরের এই উপস্বাস্থ্যকেন্দ্রটিই নয়, দেশের প্রতিটি চিকিৎসালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হওয়া জরুরি। দায়িত্বশীলদের কাজে যেন সেই প্রতিফলনটা পাওয়া যায়, এটাই কাম্য।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে