প্রতিনিধি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) : মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও (৭২) নামের এক আমেরিকাপ্রবাসীকে হত্যা করেছে তাঁরই ভাতিজা আমেরিকাপ্রবাসী গেনেট রোজারিও (৫০)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলার একমাত্র খ্রিষ্টানপল্লি কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একনলা বন্ধুক, গুলিসহ অভিযুক্ত গেনেট রোজারিওকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুলপুর গ্রামের মাইকেল রোজারিওর সঙ্গে তাঁর ভাতিজা গেনেট রোজারিওর জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়েই সপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি নিয়ে বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন। পরে শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিস হয়। সালিসে দীর্ঘদিনের জমিজমা বিরোধের অবসানও ঘটে। কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করেন। আহত অবস্থায় মাইকেল রোজারিওকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ইউপি সদস্য নয়ন রোজারিও বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাঁদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানায় গেনেট কাকাকে গুলি করেছে।’
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরেই হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে হত্যায় ব্যবহৃত একনলা বন্দুক, তিনটি গুলিসহ গেনেটকে গ্রেপ্তার করা হয়েছে।’

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) : মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও (৭২) নামের এক আমেরিকাপ্রবাসীকে হত্যা করেছে তাঁরই ভাতিজা আমেরিকাপ্রবাসী গেনেট রোজারিও (৫০)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জেলার একমাত্র খ্রিষ্টানপল্লি কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একনলা বন্ধুক, গুলিসহ অভিযুক্ত গেনেট রোজারিওকে রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুলপুর গ্রামের মাইকেল রোজারিওর সঙ্গে তাঁর ভাতিজা গেনেট রোজারিওর জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়েই সপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি নিয়ে বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন। পরে শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিস হয়। সালিসে দীর্ঘদিনের জমিজমা বিরোধের অবসানও ঘটে। কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করেন। আহত অবস্থায় মাইকেল রোজারিওকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ইউপি সদস্য নয়ন রোজারিও বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাঁদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানায় গেনেট কাকাকে গুলি করেছে।’
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরেই হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তবে হত্যায় ব্যবহৃত একনলা বন্দুক, তিনটি গুলিসহ গেনেটকে গ্রেপ্তার করা হয়েছে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে