নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো সেই জামাতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার জামাতার নাম মো. রিপন শেখ (৩৬)। তাঁর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন শেখকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মহানগর দক্ষিণ। গাড়িচালক রিপন শেখের গ্রামের বাড়ি পাবনার আমিনপুরের আহাম্মদপুর মধ্যপাড়া এলাকায়। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ভাড়া বাড়িতে থাকেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে গত ১৭ জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন ও কাশেম শেখ নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিএনসি। গ্রেপ্তারদের মধ্যে কাশেম শেখ তাঁর জামাতা রিপন শেখের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হওয়ার কথা জানান। তিনজন গ্রেপ্তারের পর রিপন গা-ঢাকা দেন।
রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়। রিপন শেখ মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক। গত জানুয়ারিতে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বরত থাকাকালে টেকনাফ ভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হয়। এরপর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। গত দুই মাসে কক্সবাজার থেকে পাঁচটি চালানে ইয়াবা নিয়ে এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

শ্বশুরকে ইয়াবা ব্যবসায় নামানো সেই জামাতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার জামাতার নাম মো. রিপন শেখ (৩৬)। তাঁর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রিপন শেখকে গ্রেপ্তার করে ডিএনসির ঢাকা মহানগর দক্ষিণ। গাড়িচালক রিপন শেখের গ্রামের বাড়ি পাবনার আমিনপুরের আহাম্মদপুর মধ্যপাড়া এলাকায়। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি ভাড়া বাড়িতে থাকেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এর আগে গত ১৭ জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন ও কাশেম শেখ নামের তিনজনকে গ্রেপ্তার করে ডিএনসি। গ্রেপ্তারদের মধ্যে কাশেম শেখ তাঁর জামাতা রিপন শেখের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হওয়ার কথা জানান। তিনজন গ্রেপ্তারের পর রিপন গা-ঢাকা দেন।
রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ রিপন শেখকে গ্রেপ্তার করা হয়। রিপন শেখ মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক। গত জানুয়ারিতে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বরত থাকাকালে টেকনাফ ভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম মূল হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হয়। এরপর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। গত দুই মাসে কক্সবাজার থেকে পাঁচটি চালানে ইয়াবা নিয়ে এসেছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৪ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে