Ajker Patrika

‘নবজাতক পাওনার’ নামে চাঁদাবাজি, গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
‘নবজাতক পাওনার’ নামে চাঁদাবাজি, গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের ৪

রাজধানীর উত্তরায় ‘নবজাতক পাওনা’-এর নামে চাঁদাবাজির অভিযোগে চার তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমা (২৫)। 

উত্তরা ৯ নম্বর সেক্টরে চাঁদাবাজির সময় আজ রোববার সকালে তাঁদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকালে তাঁদের কাছ থেকে চাঁদাবাজির তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা ‘হিজড়া সংঘের’ গুরু শান্তার শিষ্য। তাঁরা উত্তরার আবদুল্লাহপুর, হাউজবিল্ডিং, সেক্টর ৮ ও ৯ নম্বরে চাঁদাবাজি করে বেড়ান বলে জানিয়েছে পুলিশ। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা ৯ নম্বর সেক্টরে নবজাতকের জন্য চাঁদাবাজির অভিযোগে চারজন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে নগদ ৩ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।’ 

ওসি মোহাম্মদ মসহীন বলেন, ‘উত্তরা ৯ নম্বর সেক্টরের এক ভবনের ভাড়াটিয়ার গত ৬ আগস্ট এক কন্যা শিশুর জন্ম হয়। একই ভবনের আরেক ভাড়াটিয়ার দু’মাস আগে কন্যা শিশুর জন্ম হয়। খবর পেয়ে ওই চার তৃতীয় লিঙ্গের ব্যক্তি দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। এটাকে তাঁদের ভাষায় বলে “নবজাতক পাওনা”।’ 

ওসি বলেন, ‘ভুক্তভোগী ভাড়াটিয়ারা চাঁদা দিতে অপারগতা স্বীকার করলে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা নবজাতক দুটিকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের একজন তাঁদের ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তাঁর ঘরের দরজায় লাথি মেরে, ঘরের সামনে চিৎকার চেঁচামেচি করে তাঁরা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন।’ 

 ‘একপর্যায়ে ভুক্তভোগীরা থানা পুলিশের সহযোগিতা চান। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় চারজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত